ভূমিহীনদের চাষাবাদের জন্য খাস জমি বরাদ্দের নির্দেশ দিয়েছেন ভূমিমন্ত্রী

222

ঢাকা, ১২ সেপ্টেম্বর, ২০১৮ (বাসস) : ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ভূমিহীনদের চাষাবাদের জন্য কৃষি খাস জমি বরাদ্দ প্রদানের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন।
তিনি বলেন, গুচ্ছগ্রামে পুনর্বাসিত ভূমিহীনদের চাষাবাদের জন্য মাত্র ৩ বা ৪ শতাংশ জমি যথেষ্ট নয়। তাদের চাষাবাদের জন্য কৃষি খাস জমি বরাদ্দ প্রদান করতে হবে।
আজ বুধবার বাংলাদেশ সচিবালয়ে ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে ২০১৮-১৯ অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) আগস্ট ২০১৮ মাসের অগ্রগতি পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এই নির্দেশ প্রদান করেন।
সভায় ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্প, চর ডেভেলপমেন্ট এন্ড সেটেলমেন্ট প্রকল্প-৪, ভূমি ভবন কমপ্লেক্স নির্মাণ প্রকল্প, সমগ্র দেশে শহর ও ইউনিয়ন ভূমি অফিস নির্মাণ প্রকল্পসমূহের উন্নয়ন কর্মসূচির অগ্রগতি পর্যালোচনা করা হয়।
এ সময়ে ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, ভূমি সচিব আব্দুল জলিল, ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আতাউর রহমান ও তৌফিকুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।