সিআইপি কার্ড পাচ্ছেন ৫৬ শিল্প উদ্যোক্তা

220

ঢাকা, ১২ সেপ্টেম্বর, ২০১৮ (বাসস) : সামগ্রিক অর্থনীতিতে অবদান রাখায় বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি) কার্ড পাচ্ছেন ৫৬ জন উদ্যোক্তা।
বেসরকারিখাতে শিল্প স্থাপন, পণ্য উৎপাদন, কর্মসংস্থান সৃষ্টি এবং জাতীয় আয় বৃদ্ধিসহ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে (২০১৬ সালের জন্য) তারা এ কার্ড পাচ্ছেন।
শিল্পমন্ত্রী আমির হোসেন আমু আগামীকাল সকাল সাড়ে ১০ টায় রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আনুষ্ঠানিকভাবে নির্বাচিত সিআইপিদের হাতে এই কার্ড তুলে দেবেন।
ভারপ্রাপ্ত শিল্পসচিব আব্দুল হালিমের সভাপতিত্বে অনুষ্ঠানে শিল্প মন্ত্রণালয় সর্ম্পকিত স্থায়ী কমিটির সভাপতি ওমর ফারুক চৌধুরী এবং এফবিসিসিআই এর সভাপতি শফিউল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
২০১৬ সালের জন্য পাঁচ ক্যাটাগরিতে নির্বাচিত ৪৮ জন এবং পদাধিকার বলে ৮ জনসহ মোট ৫৬ জন শিল্প উদ্যোক্তা/প্রতিষ্ঠান সিআইপি(শিল্প)পরিচয়পত্র পাচ্ছেন।এদের বৃহৎ শিল্পে ২৫ জন,মাঝারী শিল্পে ১৫ জন এবং ক্ষুদ্র শিল্পে ৬ জন, মাইক্রো শিল্পে ১ জন এবং কুটিরশিল্প ক্যাটাগরিতে ১ জন রয়েছেন।