অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতামূলক খেলার আশাবাদী কোহলি

225

লন্ডন, ১২ সেপ্টেম্বর, ২০১৮ (বাসস/এএফপি) : গতকাল শেষ হওয়া সিরিজে স্বাগতিক ইংল্যান্ডের কাছে নাস্তানাবুদ হলেও আসন্ন অস্ট্রেলিয়া সফরে স্বাগতিকদের বিপক্ষে তার দলের প্রতিদ্বন্দ্বীতামুলক ক্রিকেট খেলার বিষয়ে আশাবাদী ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। বিদেশের মাটিতে সব সময়ই হতাশাজনক পারফরমেন্স করা ভারত এবারও ইংল্যান্ডে নিজেদের রেকর্ডের গন্ডি থেকে বেড়িয়ে আসতে পারেনি। পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ ৪-১ ব্যবধানে হেরেছে ভারত।
ওভালে গতকাল সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচের শেষ দিনে ইংল্যান্ডের কাছে ১১৮ রানে পরাজিত হয় টেস্ট র‌্যাংকিংয়ের শীর্ষ দল কোহলির নেতৃত্বাধীন ভারত।
তবে বরাবরের ন্যায় সিরিজ হারলেও এ সফরকে ইতিবাচক হিসেবে দেখা কোহলি আসন্ন অস্ট্রেলিয়া সফরে ভাল কিছু করতে চান। যদিও অস্ট্রেলিয়ার মাটিতে এখন পর্যন্ত কোন টেস্ট সিরিজ জিততে পারেনি ভারত।
ভারতীয় অধিনায়ক বলেন, ‘আমার কাছে মুল বিষয় হচ্ছে আপনি কোন ধরনের মানসিকতা নিয়ে ক্রিকেট খেলেন। চতুর্থ ম্যাচ শেষে আমরা বলেছিলাম বিনা লড়াইয়ে হারতে রাজি নই এবং সেটা আমরা করিনি।’
এই সিরিজে খেলোযাড়দের ব্যক্তিগত চরিত্র সঠিকভাবে দেখা গেছে এবং এটাকে আমি একটা সুযোগ হিসেবে দেখছি। কোন বিদ্বেষ হিসেবে নয়। কারণ আপনি সব সময় জিততে থাকলে অনেক ভুল ভ্রান্তি আপনার নজরে আসবে না। আপনি ভুলগুলো অনুধাবন করতে পারবেন না, যেগুলো নিয়ে আপনাকে কাজ করতে হবে।’
সিরিজে সর্বোচ্চ ৫৯৩ রান সংগ্রহকারী কোহলি বলেন ভারত বিভিন্ন সময়ে ইংল্যান্ডের ওপর ভারত চাপ সৃস্টি করেছে। তবে গুরুত্বপূর্ণ মুহূর্তে সেটা কাজে লাগাতে পারেনি।
তিনি বলেন, ‘ব্যাটিং কিংবা বোলিং কোন দিক থেকেই আমরা বেশি সময় সে চাপটা ধরে রাখতে পারিনি। যে কারণে তারা ঐ সময়ে আমাদের চেয়ে সুযোগটা বেশি কাজে লাগিয়েছে।’
সব দিক থেকেই ভারত বিশ্বের সেরা দলগুলোর একটি। তবে এশিয়ার বাইরে নিজেদের শেষ নয় সিরিজের একটিও জিততে পারেনি। কিন্তু অনেক বিষয় বিবেচনায় আসন্ন অস্ট্রেলিয়া সফরে ভারত ফেবারিট । নি:সন্দেহে নিজেদের সেরা আক্রমণ বিভাগ নিয়ে অস্ট্রেলিয়ার মোকাবেলা করতে যাওয়া ভারতের জন্য একটা সুখবর। কেননা গত মার্চে দক্ষিণ আফ্রিকা সফরে বল টেম্পারিং কেলেঙ্কারীতে নিষিদ্ধ থাকা স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নারকে ছাড়াই মাঠে নামতে হবে অস্ট্রেলিয়াকে। এ ছাড়া অসিদের পেস আক্রমণের ফিটনেস নিয়েও যথেষ্ট সন্দেহ রয়েছে।
দল নিয়ে আগামী ডিসেম্বরে অস্ট্রেলিয়া সফরে নিজের আত্মবিশ্বাস সম্পর্কে জানতে চাইলে কোহলি বলেন, ‘দলের উন্নতি সঠিক পথেই আছে। পরিস্থিতি অনুকুলে থাকার সময়টা আমাদের বুঝতে হবে এবং সেই অবস্থাকে আরো সুদৃঢ় ও নিশ্চিত করতে প্রতিপক্ষ যাতে ঘুড়ে দাঁড়াতে না পারে তা সুনিশ্চিত করতে হবে। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে যা প্রায়শই হয়নি, অনুকুল পরিস্থিতি কাজে লাগানোর পরিবর্তে প্রতিপক্ষের হাতে তুলে দিয়েছি।’
সিরিজের প্রথম বল থেকেই প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলার আশাবাদ জানিয়েছেন কোহলি।