টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনে সরকারি কর্মকর্তাদের জনগণের সেবা করতে হবে : ইসমাত আরা সাদেক

188

ঢাকা, ১২ সেপ্টেম্বর, ২০১৮ (বাসস) : টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনে সরকারি কর্মকর্তাদের সততা, দক্ষতা, নিষ্ঠা ও কর্মতৎপরতার সঙ্গে জনগণের সেবা করার আহবান জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক।
আজ বুধবার রাজধানীর বিয়াম অডিটোরিয়ামে বিসিএস ক্যাডার কর্মকর্তাদের অংশগ্রহণে অনুষ্ঠিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের ‘বিসিএস ক্যাডার কর্মকর্তাদের সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে সরকারকে শক্তিশালীকরণ (২য় পর্যায়)’ শীর্ষক প্রকল্পের আওতায় বিদেশে প্রশিক্ষণপ্রাপ্ত কর্মকর্তারা সেমিনারে অংশগ্রহণ করেন। মন্ত্রণালয়ের সচিব ফয়েজ আহম্মদ সেমিনারে সভাপতিত্ব করেন।
ইসমাত আরা সাদেক বলেন, সময়ের প্রেক্ষিতে জনপ্রশাসনের কাজের ধরণ বদলে যাচ্ছে। জনগণের আশা-আকাঙ্খাকে প্রাধান্য দিতে হবে। বর্তমান জনবান্ধব সরকার সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে নিরলসভাবে কাজ করছে।
তিনি বলেন, কর্মকর্তারা যাতে আধুনিক বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলায় দক্ষ হয়ে উঠতে পারেন সেজন্য তাদের জন্য দেশে ও বিদেশে মানসম্মত প্রশিক্ষণ প্রদানের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
জনপ্রশাসন সচিব ফয়েজ আহম্মদ বলেন, বিদেশে কর্মকর্তারা যাতে যুগোপযোগী ও সর্বোত্তম প্রশিক্ষণ লাভ করতে পারেন সেজন্য বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানে তাদের প্রেরণ করা হচ্ছে।