আফগানিস্তানে আত্মঘাতী হামলা, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৮ জনে

246

জালালাবাদ (আফগানিস্তান), ১২ সেপ্টেম্বর, ২০১৮ (বাসস ডেস্ক): আফগান বিক্ষোভকারীদের ওপর মঙ্গলবারের আত্মঘাতী হামলায় মৃতের সংখ্যা বেড়ে ৬৮ জনে দাঁড়িয়েছে। নির্বাচন ও পবিত্র আশুরার প্রাক্কালে দেশব্যাপী সহিংসতা বৃদ্ধির পর এ হামলা চালানো হয়। বুধবার কর্মকর্তারা একথা জানান। খবর এএফপি’র।
প্রাদেশিক গভণর্রের মুখপাত্র আতাউল্লাহ খগিয়ানি জানান, আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় নানগড়হর প্রদেশে মঙ্গলবারের আত্মঘাতী হামলায় আরো ১৬৫ জন আহত হয়েছে। এটি ছিল এ বছরের সবচেয়ে ভয়াবহ হামলার ঘটনা।
এখন পর্যন্ত কোন গ্রুপ এ হত্যাযজ্ঞ চালানোর দায়িত্ব স্বীকার করেনি। তবে ইসলামিক স্টেট গ্রুপ এ প্রদেশে সক্রিয় রয়েছে। সাম্প্রতিক সময়ে আফগানিস্তানে যে সকল আত্মঘাতী হামলা হয়েছে সে সবের অধিকাংশ আইএস চালিয়েছে।
নানগড়হর স্বাস্থ্য বিভাগ নিহতের এ সংখ্যা নিশ্চিত করেছে।