বাসস ক্রীড়া-৪ : জাতীয় দলের কোচ জারোলিমকে বরখাস্ত করেছে চেক প্রজাতন্ত্র

167

বাসস ক্রীড়া-৪
ফুটবল-কোচ
জাতীয় দলের কোচ জারোলিমকে বরখাস্ত করেছে চেক প্রজাতন্ত্র
প্রাগ, ১২ সেপ্টেম্বর ২০১৮ (বাসস) : রাশিয়ার কাছে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ৫-১ গোলে বিধ্বস্ত হবার একদিন পরেই চেক প্রজাতন্ত্রের জাতীয় দলের কোচের পদ থেকে বরখাস্ত করা হয়েছে কারেল জারোলিমকে। চেক ফুটবল এসোসিয়েশন এই তথ্য নিশ্চিত করেছে।
দেশটির ফুটবল এসোসিয়েশন এক টুইটার বার্তায় লিখেছে, ‘দুই পক্ষের সমঝোতার ভিত্তিতেই জারোলিমকে তার পদ থেকে অপসারণ করা হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যেই এফএ সভায় মিলিত হয়ে তার বদলী প্রার্থীকে বেছে নিবে। ধন্যবাদ কোচ।’
৬২ বছর বয়সী জারোলিম ২০১৬ সালে চেক জাতীয় দলের দায়িত্ব পেয়েছিলেন। তার অধীনে এ বছর রাশিয়া বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলতে ব্যর্থ হয় চেক প্রজাতন্ত্র। নতুন মৌসুমেও চেকদের শুরুটা ভাল হয়নি। সপ্তাহের শুরুতে উয়েফা নেশন্স কাপে ইউক্রেনের কাছে ২-১ ব্যবধানে পরাজিত হতে হয়। এরপর রাশিয়ার কাছে সোমবার রোস্তোভে প্রীতি ম্যাচে বিধ্বস্ত হওয়াটা কেউই মেনে নিতে পারেনি। ১৯৯৩ সালে স্বাধীনতা লাভের পরে এটাই চেকদের সবচেয়ে বড় পরাজয়।
রাশিয়ায় পরাজয়ের পরে হতাশ জারোলিম বলেছিলেন, ‘এটা সত্যিই কষ্টদায়ক। আমাকে অবশ্যই জনসমুক্ষে ফাঁসি দেয়া উচিত।’
চেক গণমাধ্যম ইঙ্গিত দিয়েছে জারোলিমের সম্ভাব্য উত্তরসূরী হিসেবে স্লাভিয়া প্রাগের কোচ জারোস্লাভ সিলাভি ও অনুর্ধ্ব-২১ দলের কোচ ভিটেজলাভ লাভিসকাই এগিয়ে রয়েছেন। স্লাভিয়ার সাবেক প্লেমেকার জারোলিমের অধীনে চেক জাতীয় দল ২২টি ম্যাচের মধ্যে ১০টিতে জয়লাভ করেছে।
বাসস/নীহা/১৩৫৫/স্বব