বাসস বিদেশ-১৪ : ইন্দোনেশিয়ায় ফেরী দুর্ঘটনা : ক্যাপ্টেন আটক

321

বাসস বিদেশ-১৪
ইন্দোনেশিয়া-দুর্ঘটনা
ইন্দোনেশিয়ায় ফেরী দুর্ঘটনা : ক্যাপ্টেন আটক
সিমালুনগুন (ইন্দোনেশিয়া), ১১ সেপ্টেম্বর, ২০১৮ (বাসস ডেস্ক) : ইন্দোনেশিয়ায় অতিরিক্ত যাত্রী বোঝাই একটি ফেরী এক আগ্নেয় হ্রদে ডুবে গেছে। এ দুর্ঘটনায় অন্তত তিন ব্যক্তি নিহত ও বহুসংখ্যক লোক নিখোঁজ রয়েছে। দুর্ঘটনা তদন্তের জন্য পুলিশ ক্যাপ্টেনকে আটক করেছে। কর্মকর্তারা এ কথা জানিয়েছেন। খবর এএফপি’র।
সোমবার দুপুরে পর্যটন অঞ্চল হিসেবে পরিচিত সুমাত্রা’র টোবা হ্রদে ফেরীটি ডুবে গেলে ক্যাপ্টেন তুয়া সাগালাসহ ১৮ জনকে উদ্ধার করা হয়।
এই দুর্ঘটনায় প্রাথমিক চার জনের মৃত্যু নিশ্চিত করা হয়। তবে, বৃহস্পতিবার উদ্ধার সংস্থা তিনজনের মৃত্যুর কথা জানিয়েছে।
দেশটির কর্মকর্তারা বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনায় ১৯৩ জন নিখোঁজ হয়েছে বলে অনুমান করছেন। তবে এ সংখ্যা আরো বেশি বলে আশঙ্কা করা হচ্ছে। এটি ইন্দোনেশিয়ার সবচেয়ে ভয়াবহ ফেরী দুর্ঘটনা।
গতানুগতিক কাঠ নির্মিত ফেরীটির চলাচলের বৈধতা ছিল না বলে মনে করা হচ্ছে।
বাসস/জেজেড/মমআ/১৯৫০/আরজি