বাসস ক্রীড়া-১৪ : বঙ্গবন্ধু জাতীয় (অনূর্ধ্ব-১৭) গোল্ডকাপ ফুটবল, সারাদেশে চলছে উপজেলা পর্যায়ের খেলা

317

বাসস ক্রীড়া-১৪
বঙ্গবন্ধু-ফুটবল
বঙ্গবন্ধু জাতীয় (অনূর্ধ্ব-১৭) গোল্ডকাপ ফুটবল, সারাদেশে চলছে উপজেলা পর্যায়ের খেলা
ঢাকা, ১১ সেপ্টেম্বর, ২০১৮(বাসস): প্রতিভাবান ফুটবলার খুঁজে বের করার লক্ষ্য যুব ও ক্রীড়া মন্ত্রাণয়ের উদ্যগে সারা দেশে ‘জাতির পিতা শেখ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (অনূর্ধ্ব-১৭)’ আন্তঃইউনিয়ন পর্যায়ের খেলা চলছে। আজ (মঙ্গলবার) দেশের ৪৮৯টি উপজেলায় অনুষ্ঠিত হয়েছে টুর্নামেন্টের খেলা। মাত্র ৩ উপজেলায় খেলা শুরু হতে বাকি রয়েছে।
আজ ঢাকা জেলার দোহার উপজেলায় নয়াবাড়ী ইউনিয়নকে ১-০ গোলে হারিয়েছে রায়পাড়া ইউনিয়ন। নবাবগঞ্জের বান্দুরা ইউনিয়নের বিপক্ষে ১-০ গোলের জয় পেয়েছে কলাকুপা ইউনিয়ন।
ভোলা জেলার সদর উপজেলার বাত্তা ইউনিয়ন ৩-০ গোলে হারিয়েছে রাজাপুর ইউনিয়নকে। আর লালমোহন উপজেলায় লালমোহন পৌরসভা ১-০ গোলে হারিয়েছে বদরপুর ইউনিয়নকে । এদিকে, দৌলতখান উপজেলায় দৌলতখান পৌরসভার কাছে ৩-২ গোলে হেরেছে চারখলিফা ইউনিয়ন। ভাবানীপুর ইউনিয়ন, ১-০ গোলে হারিয়েছে দক্ষিণ জয়নগর ইউনিয়নকে। চরফ্যাশন উপজেলায় চর কুকরি মুকরি ইউনিয়ন ২-০ গোলে হারায় আব্দুল্লাহপুর ইউনিয়নকে।
এছাড়া তজুমুদ্দিন উপজেলায় চাঁদপুর ইউনিয়নকে ২-০ গোলে হারিয়েছে শম্ভুপুর ইউনিয়ন। একই উপজেলায় চাষাড়া ইউনিয়ন ৩-০ গোলে হারায় সোনাপুর ইউনিয়নকে।
বাসস/সবি/স্বব/১৯১৫/মোজা/এএমটি