বাসস ক্রীড়া-১৩ : তৃতীয় ধাপের উয়েফা ক্লাব প্রতিযোগিতার জন্য সবুজ সংকেত

302

বাসস ক্রীড়া-১৩
ফুটবল-উয়েফা-ক্লাব
তৃতীয় ধাপের উয়েফা ক্লাব প্রতিযোগিতার জন্য সবুজ সংকেত
স্প্লিট (ক্রোয়েশিয়া), ১১ সেপ্টেম্বর ২০১৮ (বাসস/এএফপি): তৃতীয় ধাপের উয়েফা ক্লাব কাপ প্রতিযোগিতা আয়োজনের জন্য ইউরোপীয় ফুটবল পরিচালনা কর্তৃপক্ষের (উয়েফা) ছাড়পত্র পেয়েছে ইউরোপীয় ক্লাব এসোসিয়েশন (ইসিএ)। এসোসিয়েশনের সভাপতি আন্দ্রে আগনেলি বিষয়টি নিশ্চিত করেছেন। ‘কাপ উইনার্স কাপ’ প্রতিযোগিতাটি দুই যুগ ধরে বন্ধ রয়েছে।
জুভেন্টাস ও উয়েফার ক্লাব প্রতিযোগিতা কমিটির চেয়ারম্যান আগনেলি মঙ্গলবার স্পিøটে অনুষ্টিত ইসিএ’র বার্ষিক সাধারণ সভায় বলেন, ‘২০২১/ ২২ মৌসুমে এই টুর্নামেন্ট ফের চালু করার বিষয়ে সুবজ সংকেত দিয়েছে উয়েফা।’ উয়েফার নির্বাহী কমিটির সভায় ভবিষ্যতে এটি অনুমোদন করা হবে।
এর ফলে তিনটি প্রতিযোগিতায় সর্বমোট ৯৬টি দল অংশগ্রহণের সুযোগ লাভ করবে। এই মুহূর্তে ইউরোপা লীগে ৪৮টি দল অংশগ্রহণের সুযোগ পাচ্ছে। তবে ওই কাপ প্রতিযোগিতা চালু হলে সেখানে অংশগ্রহণকারী দল সংখ্যা ৩২টিতে নেমে আসবে। সমান সংখ্যক দল চ্যাম্পিয়ন্স লীগ ও নতুন এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।
এর আগে ৪০ বছর চলার পর ১৯৯৯ সালে বাতিল হয়ে যায় কাপ উইনার্স কাপ প্রতিযোগিতা। তবে একই সময় প্রচলন ঘটে চ্যাম্পিয়ন্স লীগের।
বাসস/এএফপি/এমএইচসি/১৯১০/মোজা/স্বব