এখন থেকে অনলাইনে নৌযানের সার্ভে সনদ পাওয়া যাবে

573

ঢাকা, ১১ সেপ্টেম্বর ২০১৮ (বাসস) : নৌ-পরিবহন অধিদপ্তরের অনলাইন সেবা কার্যক্রম চালুর ফলে এখন থেকে ঘরে বসেই অনলাইনে নৌযানের সার্ভে সনদ পাওয়া যাবে।
এ সার্ভিস প্রবর্তনের ফলে সমুদ্রগামী জাহাজে কর্মরত নাবিকরা পৃথিবীর যে কোন প্রান্তে বসে তাদের সনদসমূহ ভেরিফিকেশন করতে পারবেন। এ ছাড়া মন্ত্রণালয়ের বিভিন্ন কার্যক্রম অনলাইনে চলে যাওয়ায় বর্তমানে বিভিন্ন পোতাশ্রয় ও বিমান বন্দরে বাংলাদেশ নাবিকদের হয়রানি বন্ধ হয়েছে।
নৌপরিবহন অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়।
এতে বলা হয়, অনলাইন সেবা কার্যক্রম পুরোদমে চালু হলে একজন নৌযান মালিক তার নৌযান সার্ভের লক্ষ্যে নৌপরিবহণ অধিদপ্তরের ওয়েবসাইট িি.িফড়ং.মড়া.নফ-এ গিয়ে ‘অনলাইনে আবেদন’ অংশে ক্লিক করে নিবন্ধনভুক্ত হবেন।
নৌ পরিবহন অধিদপ্তরে অনলাইন সেবা কার্যক্রম পূর্ণাঙ্গভাবে চালু করার লক্ষ্যে ১২ সেপ্টেম্বর ঢাকায় বিআইডব্লিউটিএ’র মিলনায়তনে ‘সফটওয়ার ফর ইনল্যান্ড শিপ ম্যানেজমেন্ট সিস্টেম’ অনলাইন সেবা কার্যক্রমের উদ্বোধন করবেন নৌ পরিবহণ মন্ত্রী শাজাহান খান, এমপি।