ভিয়েতনাম গেছেন বাণিজ্যমন্ত্রী

372

ঢাকা, ১১ সেপ্টেম্বর, ২০১৮ (বাসস) : বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে অংশ নিতে সোমবার রাতে ভিয়েতনামের রাজধানী হ্যানয়ের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন।
ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম এবং ভিয়েতনামের যৌথ উদ্যোগে ১১-১৩ সেপ্টেম্বর এ সভা অনুষ্ঠিত হবে। ভিয়েতনামের উপ-প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণে বাণিজ্যমন্ত্রী এ সভায় যোগদান করছেন।
সভায় অ্যাসোসিয়েশন অব সাউথেস্ট এশিয়ান ন্যাশনস (আসিয়ান)-এর সদস্যভুক্ত দেশগুলোসহ বিশে^র বিভিন্ন দেশের আমন্ত্রিত নেতৃবৃন্দ, আন্তর্জাতিক সংস্থার নেতৃবৃন্দ, উল্লেখযোগ্য করপোরেশন ও শিক্ষাবিদরা এ সভায় যোগদান করবেন।
সভায় আসিএন অঞ্চলে ফোর্থ ইন্ডাষ্ট্রিয়াল রেভোলুশন এর সম্ভাবনা ও প্রতিবন্ধকতা নিয়ে আলোচনা ও অভিজ্ঞতা বিনিময় করা হবে। এ ছাড়া এ বিষয়ে নীতি নির্ধারণ ও পারস্পরিক সহযোগিতার বিষয়গুলো স্থান পাবে। বিশেষ করে আঞ্চলিক এবং বিশ^ বাণিজ্য, অর্থনৈতিক ও সামাজিক বিভিন্ন কার্যক্রম বিষয়ে আলোচনা হবে।
এ ছাড়া বাণিজ্যমন্ত্রী ভিয়েতনামের প্রধানমন্ত্রী, সভায় আগত বিভিন্ন দেশের মন্ত্রীর সাথে একান্ত বৈঠক করবেন।
বাণিজ্যমন্ত্রী আগামী ১৪ সেপ্টেম্বর দেশে ফিরবেন ।