বাসস ক্রীড়া-১২ : বিশ্বকাপে নজর দিতে প্রথম শ্রেণীর ক্রিকেটকে বিদায় বললেন মিলার

296

বাসস ক্রীড়া-১২
মিলার-ক্রিকেট
বিশ্বকাপে নজর দিতে প্রথম শ্রেণীর ক্রিকেটকে বিদায় বললেন মিলার
কেপ টাউন, ১১ সেপ্টেম্বর. ২০১৮ (বাসস) : প্রথম শ্রেণীর ক্রিকেট থেকে অবসর ঘোষনা করেছেন দক্ষিণ আফ্রিকার মিডল অর্ডার ব্যাটসম্যান হার্ড হিটার ডেভিড মিলার। ইংল্যান্ডের মাটিতে আগামী বছরের বিশ্বকাপকে সামনে রেখে সিমিত ওভারের ম্যাচে আরো বেশি মনোনিবেশ করতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন এ তারকা ব্যাটসম্যান।
দক্ষিণ আফ্রিকা সিমিত ওভার দলের নিয়মিত সদস্য আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে সবচেয়ে কম ৩৫ বলে সেঞ্চুরি হাকিয়ে যৌথভাবে রেকর্ড গড়া ২৯ বছর বয়সী বলেন ‘আমি বরং নিজের পছন্দের ফর্মেটেই’ বেশি নজর দিতে চাই।
ক্রিকেট দক্ষিণ আফ্রিকার দেয়া এক বিবৃতিতে আজ মঙ্গলবার মিলার বলেন, ‘এমন একটা সিদ্ধান্ত নেয়টা বেশ কঠিন ছিলো। ভবিষ্যতে আমার প্রিয় সাদা বলের ফর্মেটে যাতে প্রোটয়িা দলের হয়ে খেলার সুযোগ পাই সে জন্য চেষ্টা করবো।’
‘আগামী বছর বিশ্বকাপের আগে এটা আমরার জন্য একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত।’
চলতি বছর দক্ষিণ আফ্রিকার ঘরোয়া ক্রিকেটে ডারবান কেন্দ্রিক ডলফিনসের হয়ে সিমিত ওভারের ক্রিকেট খেলবেন বলেও জানান মিলার।
প্রথম শ্রেণীর ক্রিকেট ক্যারিয়ারে ৩৬ দশমিক ৩২ গড়ে ছয়টি সেঞ্চুরি ও ১৯টি হাফ সেঞ্চুরিসহ ৬৩ ম্যাচে মোট ৩৩৪২ রান করেছেন প্রোটয়িা দলের নির্ভরযোগ্য এ ব্যাটসম্যান।
বাসস/১৮৫০/-স্বব