বাজিস-৮ : নড়িয়া স্বাস্থ্য কমপ্লেক্সের দ্বিতল ভবন পদ্মায় বিলীন হওয়ার পথে

163

বাজিস-৮
শরীয়তপুর-স্বাস্থ্য কমপ্লেক্স
নড়িয়া স্বাস্থ্য কমপ্লেক্সের দ্বিতল ভবন পদ্মায় বিলীন হওয়ার পথে
শরীয়তপুর, ১১ সেপ্টেম্বর, ২০১৮ (বাসস) : পদ্মার ভাঙ্গনে সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার পরে নড়িয়া ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দ্বিতল ভবনের প্রায় ৬০ শতাংশ ফেঁটে চৌচির হয়ে ধসে পড়ে পদ্মার বুকে। বেলা সাড়ে ১২টা পর্যন্ত নুতন করে আর না ভাঙ্গলেও ভাঙ্গা ভবনের টুকরো টুকরো অংশ পড়ছে পদ্মায়। ফলে সীমিত স্বাস্থ্য সেবা চালু থাকলেও ভয়ে মানুষ এখন এখানে সেবা নিতে আসছে না। তবে এখনো পানি উন্নয়ন বোর্ড আপদকালীন ব্যবস্থা হিসেবে জিওব্যাগ ফেলে ভাঙ্গনের তীব্রতা কমাতে প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
নড়িয়া উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. মুনির আহমেদ খান বলছে, হাসপাতালের মূলভবনে চিকিৎসা সেবা না দেয়া গেলেও হাসপাতালের আবাসিক ভবনে চলছে জরুরি চিকিৎসা সেবা। এছাড়া জটিল রোগীদেরকে শরীয়তপুর সদর হাসপাতাল, পাশর্^বর্তী ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জাজিরা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হচ্ছে। পরবর্তীতে স্বাস্থ্য কমিটি ও উর্দ্ধতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী নড়িয়া উপজেলাবাসীর স্বাস্থ্যসেবা বিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
বাসস/সংবাদদাতা/১৩৩০/নূসী