বাজিস-৭ : লক্ষ্মীপুরে ১০ টাকা মূল্যে চাল পাচ্ছে প্রায় ৪৮ হাজার দরিদ্র পরিবার

163

বাজিস-৭
লক্ষ্মীপুর-চাল
লক্ষ্মীপুরে ১০ টাকা মূল্যে চাল পাচ্ছে প্রায় ৪৮ হাজার দরিদ্র পরিবার
লক্ষ্মীপুর, ১১ সেপ্টেম্বর, ২০১৮ (বাসস) : আওয়ামী লীগ সরকারের খাদ্য বান্ধব কর্মসূচী’র আওতায় লক্ষ্মীপুর জেলায় কার্ডধারী প্রায় ৪৮ হাজার হতদরিদ্র পরিবার প্রতি কেজি চাল পাচ্ছে মাত্র ১০ টাকা মূল্যে। এবছর জেলায় প্রায় ১ হাজার ৪৩৩ মেট্রিক টন চাল বিতরণ করা হচ্ছে। খাদ্য অধিদপ্তর অনুমোদিত ১১১ জন ডিলারের মাধ্যমে নির্ধারিত স্থানে এসব চাল বিতরণ করা হয়।
‘শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ’ এমন স্লোগানকে সামনে রেখে মঙ্গলবার সকালে সদর উপজেলার মান্দারী ইউনিয়ন পরিষদ কার্যালয় প্রাঙ্গণে ১০ টাকা মূল্যে চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাজাহান আলি। এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও স্থানীয় ইউপি চেয়ারম্যান মিজানুর রহিম, জেলা খাদ্য নিয়ন্ত্রক সাহেদ উদ্দিন আহম্মদ, লক্ষ্মীপুর প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন হাওলাদার, খাদ্য পরিদর্শক তানিয়া সুলতানা, ইউপি সচিব মনোয়ার হোসেন, ইউপি সদস্য ইসমাইল হোসেন প্রমুখ।
কর্মসূচির উদ্বোধনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাজাহান আলি বলেন, জনবান্ধব সরকার এসব কর্মসূচির মাধ্যমে সমাজের পিছিয়ে পড়া মানুষগুলোর জীবনযাত্রার মানোন্নয়নের চেষ্টা করছে। দেশের উন্নয়ন ও অগ্রগতির পাশাপাশি মানুষের আর্থ-সামাজিক পরিবর্তনে বিভিন্ন ধরনের ভাতা চালু করেছে এই সরকার। তাই সরকারের দেওয়া এসব সুযোগ সুবিধা যথাযথভাবে কাজে লাগিয়ে সমাজের পিছিয়ে পড়া মানুষদের সক্ষমতা অর্জন করার পরামর্শ দেন তিনি।
জেলা খাদ্য নিয়ন্ত্রক সাহেদ উদ্দিন আহম্মদ বাসস’কে বলেন, প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ ‘খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় জেলার কার্ডধারী ৪৭ হাজার ৭৪৪ হতদরিদ্র পরিবারের মাঝে ১০ টাকা মূল্যে চাল বিতরণ করা হচ্ছে। এরমধ্যে সদর উপজেলায় ৯ হাজার ৫৪৯, রায়পুরে ৫ হাজার ১২৬, রামগঞ্জে ৭ হাজার ৭৫, রামগতিতে ১৯ হাজার ৫৮৩ এবং কমলনগরে ৬ হাজার ৪১১ টি পরিবার রয়েছে। জেলার মোট ১১১ জন ডিলারের মাধ্যমে প্রতি কেজি ১০ টাকা মূল্যে মাসে সর্বোচ্চ ৩০ কেজি চাল কার্ডধারী প্রত্যেকের নিকট বিতরণ করা হচ্ছে। এবার জেলায় ১ হাজার ৪৩২ মেট্রিক টন ৩২০ কেজি চাল বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতিবছর মার্চ, এপ্রিল, সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বরসহ ৫ মাস ১০ টাকা মূল্যে চাল পাওয়া যাবে।
বাসস/সংবাদদাতা/১৩২০/নূসী