কিউবায় ভেনিজুয়েলার নেতা মাদুরো

313

হাভানা, ২১ এপ্রিল, ২০১৮ (বাসস ডেস্ক): ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো শুক্রবার হাভানায় পৌঁছেছেন। কিউবার নতুন প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাত এবং তাদের মিত্র দেশগুলোর অন্যতম এ দেশের সাথে তার দেশের সম্পর্ক জোরদার করার লক্ষ্যে তিনি এ সফরে যান।
ক্যাস্ট্রো পরিবারের কয়েক দশকের শাসনের অবসান এবং দলের দীর্ঘদিনের অনুগত মিগুয়েল দিয়াজ-কানেল প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার মাত্র একদিন পর তিনি দ্রুত এ সফরে গেলেন।
তেল সমৃদ্ধ দেশ ভেনিজুয়েলায় কর্মরত কিউবার চিকিৎসকদের সহযোগিতার বিনিময়ে দেশটির কম মূল্যের জ্বালানি তেলের ওপর হাভানা ব্যাপকভাবে নির্ভরশীল। তবে অর্থনৈতিকভাবে ভেনিজুয়েলা অনেক দুর্বল।
কারাকাস ত্যাগের আগে মাদুরো বলেন, দিয়াজ-কানেলের প্রতি সংহতি ও সমর্থন জানাতে তিনি এ সফরে যাচ্ছেন।
স্থানীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, কিউবার পররাষ্ট্রমন্ত্রী ব্রুনো রদ্রিগেজ বিমানবন্দরে মাদুরোকে স্বাগত জানান। বিমানবন্দরে পৌঁছানোর পর মাদুরো বলেন, ‘এক সঙ্গে কাজ অব্যাহত রাখতে আমি অনেক আগ্রহ নিয়ে এখানে এসেছি।’