নীলফামারীতে জাতীয় নজরুল সম্মেলন আজ সন্ধ্যায় সমাপ্ত হবে

324

নীলফামারী, ২১ এপ্রিল, ২০১৮ (বাসস) : জেলায় আজ শনিবার সমাপ্ত হবে তিন দিনের জাতীয় নজরুল সম্মেলন। সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত সমাবেশের সমাপণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।
জেলা প্রশাসক মোহাম্মদ খালেদ রহীমের সভাপতিত্বে ওই সমাপণী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কবি নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক মো. আব্দুর রাজ্জাক ভ্ঞূা, কবি নজরুল ইনস্টিটিউটের প্রকল্প পরিচালক মো. আব্দুর রহিম।
সমাপণী দিনের প্রথম পর্বে বিকেল সাড়ে তিনটার দিকে রয়েছে ‘বিদ্রোহী কবি ও বঙ্গবন্ধু’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। আলোচনায় অংশ গ্রহণ করবেন সৈয়দপুর টেকনিক্যাল স্কুল এ- কলেজের অধ্যক্ষ ড. আমির আলী আল আজাদ ও জেলা স্বাধীনতা চিকিৎসক পরিষদের সাধারণ সম্পাদক ডা. মুজিবুল হাসান চৌধুরী।
সন্ধ্যার সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন নজরুল সংগীত শিল্পী খায়রুল আনাম শাকিল, শহীদ কবীর পলাশসহ স্থানীয় শিল্পীবৃন্দ। আবৃতি করবেন ড. শাহাদাৎ হোসেন নিপু। নৃত্য, দলীয় সংগীত ছাড়াও রয়েছে ঢাকা আর্ট থিয়েটারের পরিবেশনায় নাটক ‘পুতুলের বিয়ে’। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন রেজাউদ্দিন স্টালিন।
একইসাথে সনদ বিতরণের মাধ্যমে সমাপ্ত হবে সেখানে ৫দিনব্যাপী অনুষ্ঠিত শুদ্ধ বাণী ও সুরে নজরুল-সংগীত প্রশিক্ষক সৃজনের প্রশিক্ষক প্রশিক্ষণ।
নজরুল ইনস্টিটিউট, সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় জেলা প্রশাসনের আয়োজনে ওই জাতীয় সমম্মেলন শুরু হয় গত ১৯ এপ্রিল।