জয়পুরহাটে ১১ হাজার মিটার রাস্তা এইচবিবি করণ কাজ সম্পন্ন

388

জয়পুরহাট, ১১ সেপ্টেম্বর, ২০১৮ (বাসস) : ২০১৭-২০১৮ অর্থ বছরে ‘গ্রামীণ মাটির রাস্তাসমূহ টেকসইকরণের লক্ষ্যে হেরিং বোন বন্ড (এইচবিবি) করণ’ কর্মসূচীর আওতায় ৪ কোটি ১৭ লাখ ৯০ হাজার ৫৬৪ টাকা ব্যয়ে ১১ হাজার মিটার রাস্তার এইচবিবি করণ কাজ সম্পন্ন হয়েছে।
জেলা ত্রাণ ও পুনর্বাসন বিভাগ সূত্র বাসস’কে জানায়, বর্তমান জনবান্ধব সরকার ‘গ্রামীণ মাটির রাস্তা সমূহ টেকসইকরণের লক্ষ্যে হেরিং বোন বন্ড (এইচবিবি) করণ’ কর্মসূচী গ্রহণ করে। এ কর্মসূচীর আওতায় জয়পুরহাট সদর উপজেলায় ২ টি প্রকল্পে ২ হাজার মিটার রাস্তা, পাঁচবিবি উপজেলায় ৩ টি প্রকল্পে ৩ হাজার মিটার রাস্তা, আক্কেলপুর উপজেলায় ২টি প্রকল্পে ২ হাজার মিটার রাস্তা, ক্ষেতলাল উপজেলায় ১টি প্রকল্পে ২ হাজার মিটার রাস্তা ও কালাই উপজেলায় ২টি প্রকল্পে ২ হাজার মিটার রাস্তার এইচবিবি করণ কাজ ২০১৭-২০১৮ অর্থ বছরের গত জুন মাসের মধ্যে শতভাগ সম্পন্ন করা হয়েছে। এ কাজে সরকারের ব্যয় হয়েছে ৪ কোটি ১৭ লাখ ৯০ হাজার ৫৬৪ টাকা। ‘গ্রামীণ মাটির রাস্তাসমূহ টেকসইকরণের লক্ষ্যে হেরিং বোন বন্ড (এইচবিবি) করণ’ কর্মসূচীর আওতায় ১১ হাজার মিটার রাস্তার এইচবিবি করণ সম্পন্ন হওয়ায় ওই সব এলাকার প্রায় ৫০ হাজার সাধারন মানুষ উন্নত পরিবেশে চলাচলের সুযোগ লাভ করেছে বলে জানান, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. মোফাক্ষারুল ইসলাম।