বাসস সংসদ-১৫ : সংসদে দাওরায়ে হাদিসকে মাস্টার্স ডিগ্রি প্রদান সম্পর্কিত বিল উত্থাপন

665

বাসস সংসদ-১৫
বিল-উত্থাপন
সংসদে দাওরায়ে হাদিসকে মাস্টার্স ডিগ্রি প্রদান সম্পর্কিত বিল উত্থাপন
সংসদ ভবন, ১০ সেপ্টেম্বর, ২০১৮ (বাসস) : কওমি মাদরাসাসমূহের দাওরায়ে হাদিসের সনদ মাস্টার্স ডিগ্রি (ইসলামিক স্টাডিজ ও আরবি)-এর সমমান প্রদানসহ আনুসাঙ্গিক বিষয়ে বিধান করার প্রস্তাব করে আজ সংসদে আল হাইআতুল উলুয়া লিল-জামি’আতিল কওমি মাদরাসাসমূহের দাওরায়ে (তাকমীল)-এর সনদকে মাস্টার্স ডিগ্রি (ইসলামিক স্টাডিজ ও আরবি)-এর সমমান প্রদান বিল, ২০১৮ আজ সংসদে উত্থাপন করা হয়েছে।
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বিলটি উত্থাপন করেন।
বিলের বিধান অবিলম্বে কার্যকর করার প্রস্তাব করা হয়েছে।
বিলে দাওরায়ে হাদিস ডিগ্রিকে মাস্টার্স ডিগ্রির সমমান প্রদান সম্পর্কিত বিভিন্ন বিধান কার্যকর করার বিধানাবলীর প্রস্তাব করা হয়েছে।
পরীক্ষা-নিরীক্ষা করে ১ সপ্তাহের মধ্যে সংসদে রিপোর্ট প্রদানের জন্য বিলটি শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে প্রেরণ করা হয়।
বাসস/এমআর/২১০০/বেউ/-আসচৌ