বাসস সংসদ-১৪ : সংসদে জাতীয় দক্ষতা উন্নয় কর্তৃপক্ষ বিল, ২০১৮ উত্থাপন

313

বাসস সংসদ-১৪
বিল-উত্থাপন
সংসদে জাতীয় দক্ষতা উন্নয় কর্তৃপক্ষ বিল, ২০১৮ উত্থাপন
সংসদ ভবন, ১০ সেপ্টেম্বর, ২০১৮ (বাসস) : দেশীয় ও আন্তর্জাতিক বাজারে শ্রম বাজারের চাহিদা অনুযায়ি দক্ষ শ্রম শক্তি গড়তে দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ প্রতিষ্ঠায় প্রয়োজনীয় বিধানের প্রস্তাব করে আজ সংসদে জাতীয় দক্ষতা উন্নয় কর্তৃপক্ষ বিল, ২০১৮ আজ সংসদে উত্থাপন করা হয়েছে।
সংসদ কার্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বিলটি উত্থাপন করেন।
বিলে উল্লেখিত বিধান কার্যকর হবার পর যথা শিগগির সম্ভব গেজেট প্রজ্ঞাপনের মাধ্যমে একজন নির্বাহী চেয়ারম্যান ও চারজন সদস্য সমন্বয়ে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ প্রতিষ্ঠার বিধানের প্রস্তাব করা হয়েছে। এ কর্তৃপক্ষের প্রধান কার্যালয় ঢাকায় এবং দেশের যে কোন স্থানে শাখা কার্যালয় স্থাপনেরও বিধানের প্রস্তাব করা হয়।
বিলে কর্তৃপক্ষের দায়িত্ব ও কার্যাবলী, নির্বাহী চেয়াম্যানের ক্ষমতা ও দায়িত্ব, প্রধানমন্ত্রীকে চেয়ারম্যান করে গভর্নিং বোর্ড গঠন, বোর্ডের কার্যাবলী, বোর্ডের সভা, প্রধানমন্ত্রীর মূখ্য সচিবকে চেয়ারম্যান করে কার্যনির্বাহী কমিটি গঠন, এ কমিটির দায়িত্ব, কমিটির সভা, ফোরাম, কমিটি, ওয়ার্কিং গ্রুপ ও টাস্কফোর্স গঠন, কর্মচারি নিয়োগসহ সংশ্লিষ্ট বিষয়ে সুনির্দিষ্ট বিধানের প্রস্তাব করা হয়।
বিলে দক্ষতা উন্নয় প্রশিক্ষণ প্রতিষ্ঠানের নিবন্ধন, নিবন্ধন বাতিল, পরিদর্শন , কর্তৃপক্ষের তহবিল, বাজেট, হিসাব রক্ষণ ও নিরীক্ষা, বিধি-প্রবিধি প্রণয়নের ক্ষমতাসহ সংশ্লিষ্ট বিষয়ে সুনির্দিষ্ট বিধানের প্রস্তাব করা হয়।
পরীক্ষা-নিরীক্ষা করে আগামী ৩ কার্যদিবসের মধ্যে রিপোর্ট প্রদানের জন্য বিলটি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়েছে।
বাসস/এমআর/২০৪০/আসচৌ