বাসস সংসদ-১১ পেশাগত নিরাপত্তায় ১ হাজার ৮৬১টি সেইফটি কমিটি গঠন করা হয়েছে : চুন্নু

317

বাসস সংসদ-১১
শ্রম প্রতিমন্ত্রী-প্রশ্নোত্তর
পেশাগত নিরাপত্তায় ১ হাজার ৮৬১টি সেইফটি কমিটি গঠন করা হয়েছে : চুন্নু
সংসদ ভবন, ১০ সেপ্টেম্বর, ২০১৮ (বাসস) : শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. মুজিবুল হক চুন্নু বলেছেন, দেশের পোশাক শিল্পসহ সকল কর্মক্ষেত্রে শ্রমিকদের পেশাগত নিরাপত্তা ও কর্ম পরিবেশ নিশ্চিত করতে ১ হাজার ৮৬১টি সেইফটি কমিটি গঠন করা হয়েছে।
আজ জাতীয় সংসদে সরকারি দলের সদস্য বেগম লুৎফা তাহেরের এক প্রশ্নের জবাবে তিনি এই তথ্য জানান।
তিনি বলেন, শিল্প সেক্টরে শ্রমিকদের পেশাগত নিরাপত্তায় ২০১৩ সালে জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি নীতিমালা প্রণয়ন করা হয়েছে। এই নীতিমালার আলোকে ৫০ জনের অধিক যে কোন প্রতিষ্ঠানে এ সেইফটি কমিটি গঠন করা বাধ্যতামূলক বলে তিনি জানান।
তিনি বলেন. পেশাগত সেইফটি সংক্রান্ত একটি ইনস্টিটিউট বাস্তবায়ন করার জন্যও সরকার উদ্যোগ নিয়েছে।
শ্রমিকদের পেশাগত নিরাপত্তা ও কর্ম পরিবেশ নিশ্চিত করতে ১ হাজার ৮৬১টি সেইফটি কমিটির মধ্যে আরএমজি সেক্টরে ১ হাজার ৪২টি এবং নন আরএমজি সেক্টরে ৮১৯টি কমিটি গঠন করা হয় বলে প্রতিমন্ত্রী জানান।
বাসস/এমএআর/২০২০/বেউ/-আসচৌ