বাসস সংসদ-১০ : সংসদে হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্ট বিলের রিপোর্ট উপস্থাপন

305

বাসস সংসদ-১০
বিল-রিপোর্ট
সংসদে হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্ট বিলের রিপোর্ট উপস্থাপন
সংসদ ভবন, ১০ সেপ্টেম্বর, ২০১৮ (বাসস) : হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্ট বিল, ২০১৮ এর ওপর ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির রিপোর্ট উপস্থাপন করা হয়েছে।
কমিটির সভাপতি বজলুল হক হারুন রিপোর্টটি উপস্থাপন করেন। রিপোর্টে বিলটি সংশোধিত আকারে পাসের সুপারিশ করা হয়।
হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্ট অধ্যাদেশ রহিত করে সংশোধিত আকারে পুনঃপ্রণয়ন করতে গত ২৬ জুন ধর্ম বিষয়ক মন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান বিলটি উত্থাপন করেন।
বিলে বিদ্যমান হিন্দুধর্মীয় অধ্যাদেশের অধীন প্রতিষ্ঠিত হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্ট এমনভাবে বহাল রাখার প্রস্তাব করা হয় যে, যেন তা এ বিলের বিধানের অধীনে প্রতিষ্ঠিত হয়েছে।
বিলে ট্রাস্টের প্রধান কার্যালয় ঢাকায় স্থাপনের প্রস্তাব করা হয়। তবে প্রয়োজনে অনুমোদন সাপেক্ষে দেশের যে কোন স্থানে ট্রাস্টের শাখা কার্যালয় স্থাপন করতে পারবে।
বিলে ধর্ম বিষয়ক মন্ত্রীকে চেয়ারম্যান করে ২৫ সদস্যের ট্রাস্টি বোর্ড গঠনের প্রস্তাব করা হয়।
বিলে বোর্ড সদস্য মনোনয়ন ও তাদের মেয়াদ, ট্রাস্টের লক্ষ্য ও উদ্দেশ্য, বোর্ডের সভা, ট্রাস্টের কার্যাবলী, সচিব নিয়োগ, ট্রাস্ট পরিচালনা ও প্রশাসন, কর্মকর্তা-কর্মচারী নিয়োগ, ট্রাস্টের তহবিল, হিসাব রক্ষণ ও নিরীক্ষা, ক্ষমতা অর্পণ, প্রতিবেদন পেশ, বিধি-প্রবিধিমালা প্রণয়নের ক্ষমতাসহ সংশ্লিষ্ট বিষয়ে সুনির্দিষ্ট বিধানের প্রস্তাব করা হয়েছে।
বাসস/এমআর/২০১৫/বেউ/-আসচৌ