রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়ে আলোচনা

310

ওয়াশিংটন, ২১ এপ্রিল, ২০১৮ (বাসস ডেস্ক): রুশ কর্মকর্তা, বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্র যে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে তা প্রত্যাহার বিষয়ে আলোচনা করলেন রাশিয়ার অর্থমন্ত্রী এ্যান্টন সিলুনভ ও ইউএস অর্থমন্ত্রী স্টিফেন মিনাউসিন।
শুক্রবার এই আলোচনা অনুষ্ঠিত হয় বলে রাশিয়ার অর্থমন্ত্রনালয়ের প্রেস সার্ভিস জানায়।
খবর রাশিয়ান বার্তা সংস্থা তাসে’র।
তাসের খবরে আরো বলা হয়, ‘চলতি বছর গ্রীষ্মকালীন বিশ্বব্যাংক ও আইএমএফ এর চলমান সভায় অংশগ্রহনকালের কোন এক সময়ে রুশ অর্থমন্ত্রী মার্কিন অর্থমন্ত্রীর সাথে সভাটি করেন। তাদের দ্বিপাক্ষিক সভায় রাশিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যে সব ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে তা নিয়ে আলোচনা হয়।”
রাশিয়ার অনুরোধে এই সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় উত্তর কোরিয়া, সিরিয়া ও ইউক্রেন ইস্যু নিয়েও দুই মন্ত্রী আলোচনা করেন বলে তাসের খবরে বলা হয়।
যুক্তরাষ্ট্র সরকার গত ৬ এপ্রিল থেকে রাশিয়ার বেশ কিছু কর্মকর্তা, ব্যবসায়ী ও বিভিন্ন ধরনের কোম্পানীর বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করে।