নড়াইলে স্কুল ব্যাংকিং কনফারেন্স অনুষ্ঠিত

350

নড়াইল, ২১ এপ্রিল ২০১৮ (বাসস) : জেলায় আজ সকাল ১০টায় লীড ব্যাংক পদ্ধতির মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক আর্থিক শিক্ষা ও আর্থিক সেবা কর্মসূচীর আওতায় নড়াইলে স্কুল ব্যাংকিং কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। লোহাগড়ার নিরিবিলি পিকনিক স্পটে ফাষ্ট সিকিউরিটি ইসলামি ব্যাংকের আয়োজনে বাংলাদেশ ব্যাংকের সহযোগিতায় এ কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংক খুলনার নির্বাহী পরিচালক মোঃ আজিজুর রহমান।
ফাষ্ট সিকিউরিটি ইসলামি ব্যাংকের উপ-ব্যাবস্থাপনা পরিচালক মোস্তফা খায়েরের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্ট বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের যুগ্ম পরিচালক গোলাম মহিউদ্দিন, বাংলাদেশ ব্যাংক খুলনা যুগ্ম পরিচালক কাজী মাসুম পারভেজ, লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা পারভিন, জেলা শিক্ষা কর্মকর্তা এ,এস,এম আব্দুল খালেক, ফাষ্ট সিকিউরিটি ইসলামি ব্যাংক নড়াইল শাখার ব্যাবস্থাপক সৈয়দ শাজাহান আলী প্রমূখ।
জেলার একশত ১৫টি বিদ্যালয়ের ৪ জন করে শিক্ষার্থী ও একজন করে শিক্ষক প্রতিনিধিসহ বিভিন্ন বাণিজ্যিাক ব্যাংকের প্রতিনিধিগণ এসময় উপস্থিত ছিলেন।