পারমাণবিক অস্ত্র নিরস্ত্রীকরণ প্রশ্নে ‘ইতিবাচক’ পদক্ষেপ উ.কোরিয়ার

356

সিউল, ২১ এপ্রিল, ২০১৮ (বাসস ডেস্ক): উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের পারমাণবিক অস্ত্র ও ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা না চালানোর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে দক্ষিণ কোরিয়া।
খবর এএফপি’র।
শনিবার সিউলে প্রেসিডেন্টের দপ্তরের এক বিবৃতিতে বলা হয়, ‘কোরীয় উপদ্বীপের নিরস্ত্রীকরণের জন্য উত্তর কোরিয়ার সিদ্ধান্ত ইতিবাচক। সারাবিশ্ব এমনটাই দেখতে চায়।’
বিবৃতিতে আরো বলা হয়, ‘আসন্ন আন্তঃকোরীয় ও উত্তর-যুক্তরাষ্ট্র সম্মেলনের সফলতার জন্য এ সিদ্ধান্ত একটি ইতিবাচক পরিবেশ সৃষ্টি করবে।’
উত্তর কোরিয়ার নেতা কিম জং উন দক্ষিণ কোরীয় প্রতিনিধিদের সঙ্গে আলোচনার সময় আর কোন পারমাণবিক বা আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের পরীক্ষা না চালানোর অঙ্গীকার ব্যক্ত করেছেন।