বাসস ক্রীড়া-১২ : বিশ্ব ফুটবলে মেসির পরেই হ্যজার্ডের অবস্থান : রুডিজার

314

বাসস ক্রীড়া-১২
ফুটবল-মেসি-হ্যাজার্ড
বিশ্ব ফুটবলে মেসির পরেই হ্যজার্ডের অবস্থান : রুডিজার
লন্ডন, ৯ সেপ্টেম্বর ২০১৮ (বাসস) : বিশ্ব ফুটবলে লিওনেল মেসির পরেই চেলসি সতীর্থ এডেন হ্যাজার্ডের অবস্থান বলে মনে করেন এ্যান্টনিও রুডিজার। ২০১২ সালে চেলসিতে যোগ দেয়ার পর থেকেই হ্যাজার্ড তারকাসুলভ দ্যুতি ছড়িয়ে যাচ্ছেন উল্লেখ করে তিনি বলেন, তারপরও মেসি ও ক্রিস্টিয়নো রোনালদোর আধিপত্যের কারণে ব্যালন ডিঅঁর খেতাব জয় করা হয়নি হ্যাজার্ডের।
সাম্প্রতিক সময়ে রোনালদো ওই খেতাব জয়ে একচ্ছত্র আধিপত্য বিস্তার করলেও জার্মান তারকা রুডিজার দৃষ্টিতে বিশ্ব ফুটবলের শ্রেষ্ঠত্বের মানদন্ডে মেসি এক নম্বর এবং তার পরের অবস্থানটি হ্যজার্ডের।
ন্যাশন্স লীগে কিলিয়ান এম্বাপের মোকাবেলা করার প্রতিক্রিয়া জানতে চাইলে জবাবে রুডিজার বলেন, এমবাপে যে খুবই দ্রুত গতির সে বিষয়ে কোন সন্দেহ নেই। সে খুবই ভাল খেলোয়াড়। দলগত প্রচেষ্টায় তাকে থামাতে হবে। অন্যথায় বিদায় নিতে হবে। তবে আমার কাছে বিশ্ব সেরা হচ্ছেন মেসি, তার পরের স্থানে হ্যাজার্ড।’
চেলসির এই ডিফেন্ডার বলেন, বিশ্বকাপে জাতীয় দলকে সেরাটা উজাড় করে দেয়ার পরও বেশ দ্রুতই ক্লান্তি দূর করে ক্লাবে ফিরেছেন হ্যাজার্ড। লীগে শুরুটাও করেছেন দারুণভাবে। চার ম্যাচের সবক’টিতে জয় এনে দিয়ে মারিজিও সারির দলে শতভাগ উজাড় করে দিয়েছেন হ্যাজার্ড।’
তিনি বলেন, ‘সত্যিকার অর্থে হ্যাজার্ড ও এনগোলো কন্টের দক্ষতা দেখে আমি মুগ্ধ। বিশ্বকাপের মত বিশাল এক টুর্নামেন্ট শেষ করে এসে এত তারাতারি যে তারা হল ধরবেন ভাবতে পারিনি। তারা বেশ ভাল অবস্থায় আছেন,আর এতেই আমি বিস্মিত।’
বাসস/ওয়েবসাইট/এমএইচসি/১৯৩০/মোজা/স্বব