বাসস ক্রীড়া-১১ : ২৫তম জাতীয় কারাতে প্রতিযোগিতায় বাংলাদেশ আনসার চ্যাম্পিয়ন

279

বাসস ক্রীড়া-১১
কারাতে-২৫তম জাতীয় প্রতিযোগিতা
২৫তম জাতীয় কারাতে প্রতিযোগিতায় বাংলাদেশ আনসার চ্যাম্পিয়ন
ঢাকা, ৯ সেপ্টেম্বর ২০১৮ (বাসস) : বাংলাদেশ কারাতে ফেডারেশনের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত দুই দিনব্যাপী ‘২৫তম জাতীয় কারাতে প্রতিযোগিতায়’ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ আনসার।
মোট ১৭টি স্বর্ণের মধ্যে ৮টি স্বর্ণ, ২টি রৌপ্য ও ৫টি ব্রোঞ্জসহ মোট ১৫টি পদক নিয়ে চ্যাম্পিয়ন হয় আনসার। রানার্স আপ হয়েছে সেনাবাহিনী। ৮টি স্বর্ণ, ২টি রৌপ্য ও ২টি ব্রোঞ্জসহ মোট ১২টি পদক পেয়েছে তারা। ১টি স্বর্ণ, ১টি রৌপ্য ও ৩টি ব্রোঞ্জসহ মোট ৫টি পদক পেয়ে তৃতীয় হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজমিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে প্রতিযোগিতার সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে পুরস্কার বিতরণ করেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড এর চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফেডারেশনের সভাপতি ও দুদক এর কমিশনার ড. মোহাম্মদ মোজাম্মেল হক খান। এসময় ফেডারেশনের সাধারণ সম্পাদক ক্য শৈ হ্লা, রেফারী কমিশনের চেয়ারম্যান হুমায়ুন কবির জুয়েল ও বাংলাদেশ আনসার দলের ক্রীড়া অফিসার মো: রায়হান উদ্দিন ফকিরসহ অন্যান্য কর্মকর্তারা।
বাসস/সবি/এএমটি/১৯২০/মোজা/স্বব