দেশের ৫৯টি উপজেলায় স্মার্ট কার্ড বিতরণ করা হয়েছে : মতিয়া চৌধুরী

416

সংসদ ভবন, ৯ সেপ্টেম্বর, ২০১৮ (বাসস) : এ পর্যন্ত দেশের ৫৯টি উপজেলায় স্মার্ট কার্ড বিতরণ করা হয়েছে এবং ১০৯টি উপজেলায় বিতরণ কার্যক্রম চলমান রয়েছে।
আজ সংসদে সরকারি দলের সদস্য পঞ্চানন বিশ্বাসের এক প্রশ্নের জবাবে সংসদ কার্যে নির্বাচন কমিশন সচিবালয়ের দায়িত্বপ্রাপ্ত কৃষি মন্ত্রী বেগম মতিয়া চৌধুরী এ কথা বলেন।
মন্ত্রী বলেন, দেশের ৬৪ জেলার ১৬৮টি উপজেলায় স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম পরিচালিত হচ্ছে।