বাসস দেশ-৬ : বিভিন্ন পদক্ষেপে প্রশিক্ষিতদের আত্মকর্মসংস্থান সৃষ্টি হয়েছে : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

187

বাসস দেশ-৬
বীরেন-কর্মশালা
বিভিন্ন পদক্ষেপে প্রশিক্ষিতদের আত্মকর্মসংস্থান সৃষ্টি হয়েছে : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
মাগুরা, ৯ সেপ্টেম্বর, ২০১৮ (বাসস) : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার বলেছেন, যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ প্রদানসহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করায় অনেক বেকার যুবক ও যুব মহিলার আত্মকর্মসংস্থান সৃষ্টি হয়েছে এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে তারা ভূমিকা রাখছে।
আজ মাগুরা জেলা যুব উন্নয়ন অধিদপ্তর মিলনায়তনে খুলনা বিভাগের যুব সংগঠনগুলোর অংশ গ্রহণে দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।
স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক খোন্দকার আজিম আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) এসএম সেলিম রেজা। বক্তব্য রাখেন মাগুরা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক রিয়াজুল আলম খান, কুষ্টিয়া যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মাছুদুল হাসান মালিক। অনুষ্ঠান পরিচালনা করেন মহম্মদপুর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা প্রশান্ত কুমার দে।
প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে বিস্ময়কর উন্নয়ন হয়েছে।
খুলনা বিভাগের ১০ টি জেলার যুব সংগঠনের ৯০ জন প্রতিনিধি ও ১০ জন উপ-পরিচালক কর্মশালায় অংশ নেন।
বাসস/সংবাদদাতা/এসএস/১৬২০/এসই