রাণী দয়াময়ী স্কুলে পুলিশের ট্রাফিক সচেতনতামূলক কার্যক্রম

373

রাঙ্গামাটি, ৯ সেপ্টেম্বর, ২০১৮ (বাসস): জেলার রাণী দয়াময়ী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আজ সকালে জেলা পুলিশ ও বি.আর.টি.এ, এর আয়োজনে ‘ট্রাফিক সচেতনতামূলক কার্যক্রম’ অনুষ্ঠিত হয়।
‘নিরাপদ সড়ক, নিরাপদ জীবন’ এ প্রতিপাদ্য সামনে রেখে শিক্ষার্থীদের মাঝে ট্রাফিক সচেতনতা বৃদ্ধি এবং শিক্ষার্থীরা যাতে সমাজের সর্বস্তরের মানুষকে ট্রাফিক নিয়ম-কানুন মেনে চলে নিরাপদ সড়ক গড়ে তুলতে অগ্রণী ভূমিকা পালন করতে আহ্বান জানান রাঙ্গামাটি পার্বত্য জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর) এম কে এইচ জাহাঙ্গীর হোসেন।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিআরটিএ, কর্মকর্তা, ট্রাফিক ইন্সপেক্টর, রাণী দয়াময়ী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
অনুষ্ঠান শেষে ট্রাফিক বিভাগ ও বি.আর.টি.এ, কর্তৃক যানবাহনের কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্স ও গাড়ীর ফিটনেস পরীক্ষা করা হয় এবং যে সমস্ত গাড়ীর কাগজপত্র সঠিক পাওয়া যায়নি তাদের বিরুদ্ধে মোটরযান আইনে মামলা দেয়া হয়।