বাসস প্রধানমন্ত্রী-২ (দ্বিতীয় ও শেষ কিস্তি) : বঙ্গবন্ধুর ওপর লেখা সচিত্র সিরিজ উপন্যাসের ৫ম অংশ বাজারে ব্যাপক সাড়া মিলেছে

340

বাসস প্রধানমন্ত্রী-২ (দ্বিতীয় ও শেষ কিস্তি)
শেখ হাসিনা-বঙ্গবন্ধু-উপন্যাস-সিরিজ
বঙ্গবন্ধুর ওপর লেখা সচিত্র সিরিজ উপন্যাসের ৫ম অংশ বাজারে ব্যাপক সাড়া মিলেছে

মুজিব উপন্যাস সিরিজের পঞ্চম অংশে দেখানো হয়েছে, বঙ্গবন্ধু শেখ মুজিব ১৯৪৫ সালে কিভাবে ছাত্রলীগে তাঁর কাঙ্খিত পদ থেকে বঞ্চিত হয়েছেন। এই ছাত্র সংগঠনটিতে ১৯৪৭ সাল পর্যন্ত কোন নির্বাচন হয়নি। ওই সময়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছিল এবং কিছু কুচক্রী মহল যুদ্ধকে পুঁজি করে কালোবাজারী করছিল।
পরিস্থিতি আরও গোলাটে করতে তৎকালীন আইনসভার কিছু সদস্য এবং খান বাহাদুরদের মধ্যেকার স্বার্থের দ্বন্ধ ব্রিটিশ গভর্ণরের জন্য ক্ষমতা গ্রহণের পথ সহজ করে দেয়।
এই টালমাটাল পরিস্থিতি তরুন মুজিবকে বিচলিত এবং এর প্রেক্ষিতে তাঁকে ভিন্ন কিছু করতে উৎসাহিত করে।
আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উপর নতুন প্রকাশিত সচিত্র উপন্যাস সারাদেশে পাওয়া যাবে। আগ্রহী পাঠকরা ০১৮২৬০১৮৬৬৫ নম্বরে ফোন করে অথবা [email protected], [email protected] ই-মেইল ঠিকানায় অর্ডার দিতে পারবেন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯২০ সালের ১৭ মার্চ গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় জন্মগ্রহন করেন। তাঁর নেতৃত্বে এক দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশ করে।
কারাগারে বসে লেখা বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’র উপর ভিত্তি করে পুরো সচিত্র উপন্যাসটি লেখা হয়েছে। সিআরআই সূত্রে জানা গেছে, শিশু-কিশোরদের বঙ্গবন্ধু ও দেশের ইতিহাস সম্পর্কে জানানোর লক্ষ্যে সচিত্র উপন্যাস সিরিজের ১২টি খন্ডে তা তুলে ধরা হবে।
সিআরআই জানিয়েছে, এই সিরিজের আরও ৭টি পর্ব প্রকাশের ব্যাপারে তাদের পরিকল্পনা রয়েছে।
এর আগে তরুন শেখ মুজিবের দিল্লী ভ্রমনের উপর চতুর্থ খন্ড প্রকাশিত হয়েছে। কিছু ঐতিহাসিক স্থাপনা দেখার পর তিনি এবং তাঁর দুইজন সঙ্গী দেখেন তাঁদের কাছে থাকা প্রায় সব টাকাই খরচ করে ফেলেছেন যে, ফিরে আসার টিকেট কেনার টাকাও খরচ করে ফেলেছেন।
এর আগে প্রকাশিত ‘মুজিব-৩’ অংশে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে বঙ্গবন্ধুর জীবনী তুলে ধরা হয়েছে। ওই সময় তিনি তাঁর এলাকার ক্ষুধার্ত জনগণের জন্য খাবারের ব্যবস্থা করেন।
‘মুজিব-২’ অংশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক উত্থান, তাঁর রাজনৈতিক আদর্শিক নেতা হোসেন শহীদ সোহরাওয়ার্দীর সাথে সম্পর্ক ক্রমেই উষ্ণতর হয়ে ওঠা এবং তরুণ শেখ মুজিব ও তাঁর পিতার মধ্যে একটি গুরুত্বপূর্ণ ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
‘মুজিব-১’ অংশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শৈশব এবং রাজনীতিতে তাঁর সংশ্লিষ্টতা তুলে ধরা হয়েছে।
বাসস/এসএইচ/অনু-জেহক-এমকে/১৯০৫/-আসচৌ