ঢাবি নাট্য সংসদের নাট্য উৎসব আগামীকাল শুরু

302

ঢাকা, ৮ সেপ্টেম্বর, ২০১৮ (বাসস) : ঢাকা বিশ্ববিদ্যালয় নাট্য সংসদের উদ্যোগে আয়োজিত তিনদিনব্যাপী নাট্য উৎসব আগমীকাল ৯ সেপ্টেম্বর শুরু হচ্ছে। টিএসসি মিলনায়তনে উৎসব চলবে ১১ সেপ্টেম্বর পর্যন্ত।
দুটি বিশ্ববিদ্যালয় এবং ভারতের পশ্চিমবঙ্গের একটি নাটকের দল উৎসবে অংশ নিচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয় নাট্য সংসদের সভাপতি সানোয়ারুল হক সানি আজ বাসসকে এই তথ্য জানান। উৎসবের সব কয়টি নাটক ও উদ্বোধনী অনুষ্ঠান হবে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে।
সানি জানান, সংসদের এই তৃতীয় উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে আগামীকাল সন্ধ্যা সাড়ে ছয়টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর। উৎসব উদ্বোধন করবেন অনুষ্ঠানের বিশেষ অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। আরও উপস্থিত থাকবেন অধ্যাপক ড . ইস্রাফিল শাহীন, অধ্যাপক ড.আহমেদুল কবীর ও সাবেক সাংসদ সদস্য তানভির শাকিল জয়। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় নাট্য সংসদ প্রযোজিত মনোজ মিত্রের নাটক ‘ কাকচরিত্র ’ মঞ্চস্থ হবে। এ নাটক নির্দেশনায় রয়েছেন শুভ্রা গোস্বামী।
উৎসবের দ্বিতীয় দিন ১০ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ছয়টায় প্রধান অতিথি থাকবেন অধ্যাপক ড. সৌমিত্র শেখর। আলোচনায় অংশ নেবেন অধ্যাপক নাজমুল হাসান ও ছাত্রলীগ নেতা গোলাম রব্বানী। এ দিন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নাট্য ও নাট্যতত্ব বিভাগের প্রযোজনায় সেলিম আল দীনের নাটক ‘ কীত্তনখোলা ’ মঞ্চস্থ হবে। নির্দেশনায় রয়েছেন আহসান হাবিব।
উৎসবের শেষ দিনে ১০ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ছয়টায় ভারতের কলকাতার নাটকের দল ‘ আনন্দন ’ মধুসূদন মুখোপাধ্যায় রচিত এবং সঞ্জীব সরকারের নির্দেশিত নাটক ‘ টেলিস্কোপ ’ মঞ্চস্থ করবে। এতে প্রধান অতিথি থাকবেন ঢাবি জগন্নাথ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক অসীম কুমার সরকার। আলোচানায় অংশ নেবের ঢাবি নাট্যকলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক শামীম হাসান।