চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ৫.৯ মাত্রার ভূমিকম্প

249

বেইজিং, ৮ সেপ্টেম্বর, ২০১৮ (বাসস ডেস্ক) : চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ইউনান প্রদেশে ৫.৯ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। চীনা ভূমিকম্প নেটওয়ার্ক কেন্দ্র (সিইএনসি) একথা জানিয়েছে। খবর সিনহুয়া’র।
শনিবার স্থানীয় সময় ১০ টা ৩১ মিনিটে মোজিয়াং হ্যানি অঞ্চলে ভূমিকম্পটি আঘাত হানে।
এর উৎপত্তিস্থল ছিল ২৩ দশমিক ২৮ ডিগ্রী উত্তর অক্ষাংশ ও ১০১ দশমিক ৫৩ ডিগ্রী পূর্ব দ্রাঘিমাংশের ১১ কিলোমিটার গভীরে। কেন্দ্রটির এক বিবৃতিতে একথা জানানো হয়েছে।