শেরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পঞ্চম শ্রেণীর ছাত্র নিহত

219

শেরপুর, ৮ সেপ্টেম্বর, ২০১৮ (বাসস) : জেলায় বিদ্যুৎস্পৃষ্টে নাবরুণ পাবলিক স্কুলের পঞ্চম শ্রেণীর এক ছাত্র নিহত হয়েছে। মৃত আহসান কবীর রনি (১০) সদর উপজেলার বাকারকান্দা গ্রামের সেনাসদস্য সোহাগ মিয়ার ছেলে।
নবারুণ পাবলিক স্কুলের প্রধান শিক্ষক মো. আবুল কালাম আজাদ পরিবারের সদস্যদের উদ্ধৃতি দিয়ে জানান, সদর উপজেলার বাকারকান্দা এলাকার বাসিন্দা সোহাগ মিয়া খাগড়াছড়ি জেলায় সেনাসদস্য হিসেবে সেনাবাহিনীতে কর্মরত রয়েছেন। তার স্ত্রী সন্তানদের লেখাপড়ার জন্য ৩ সন্তান নিয়ে শহরের রাজবল্লভপুরর এলাকার নওশের মিয়ার বাসায় ভাড়া থাকেন।
শুক্রবার বিকেল তিনটার দিকে সোহাগ মিয়ার স্ত্রী গোসল করার জন্য বাথরুমে যান এবং অপর দুই মেয়ে দুপুরের খাবারের পর ঘুমিয়ে ছিলেন। এমন সময় ছেলে আহসান কবীর রনি ঘরে বিদ্যুতের সুইচবোর্ড থেকে মাল্টিপ্লাকের সকেট লাগানোর সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পর্শে জড়িয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।
তিনি জানান, রনি এবার পিএসসি’র সমাপনী পরীক্ষার্থী ছিলো।