নড়াইলের এসএম সুলতান নৌকাবাইচ প্রতিযোগিতা আজ

230

নড়াইল, ৮ সেপ্টেম্বর, ২০১৮ (বাসস) : বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ৯৪তম জন্মবার্ষিকী উপলক্ষে নড়াইলের চিত্রানদীতে আজ দুপুরে ঐতিহ্যবাহী এসএম সুলতান নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। দুপুর দু’টায় নড়াইল পুরাতন ফেরিঘাট এলাকার শেখ রাসেল সেতু থেকে নৌকা বাইচ প্রতিযোগিতা শুরু হয়ে ৩ কিলোমিটার নদীপথ অতিক্রম করে এসএম সুলতান সেতুর কাছে গিয়ে শেষ হবে।নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড.বীরেন শিকদার এমপি। বিশেষ অতিথি থাকবেন খুলনা বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া।
এসএম সুলতান ফাউন্ডেশন ও জেলা প্রশাসনের যৌথ আয়োজনে এ নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। নৌকাবাইচ প্রতিযোগিতায় নারীদের ৪টি ও পুরুষদের ১৮টি নৌকা অংশগ্রহণ করবে বলে জানান এসএম সুলতান ফাউন্ডেশনের সাধারন সম্পাদক আশিকুর রহমান মিকু।
নড়াইলের জেলা প্রশাসক ও সুলতান ফাউন্ডেশনের সভাপতি মো. এমদাদুল হক চৌধুরী জানান জাঁকজমকপূর্ণ পরিবেশে নৌকা বাইচ প্রতিযোগিতার জন্য যাবতীয় প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।
এদিকে তিন দিনব্যাপী সুলতান উৎসব শুক্রবার রাতে সরকারি ভিক্টোরিয়া কলেজ মাঠের সুলতান মঞ্চ চত্বরে শেষ হয়েছে।সমাপনী দিনে ছবি এঁকে চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন করেন পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম।এ সময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাট্যতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. আফসার আহমদ উপস্থিত ছিলেন। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ৫০০ শতাধিক শিশু অংশগ্রহণ করে।