বাজিস-৭ : কাল কুমিল্লা স্টেডিয়ামে উন্নয়ন কনসার্ট অনুষ্ঠিত হবে

299

বাজিস-৭
কুমিল্লা-কনসার্ট
কাল কুমিল্লা স্টেডিয়ামে উন্নয়ন কনসার্ট অনুষ্ঠিত হবে
কুমিল্লা, ৭ সেপ্টেম্বর ২০১৮ (বাসস) : আগামীকাল শনিবার কুমিল্লা স্টেডিয়ামে সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে উন্নয়ন কনসার্ট অনুষ্ঠিত হবে। ‘অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ’- শীর্ষক উন্নয়ন কনসার্টে বর্তমান সরকারের দশ বছরের অর্জিত সফলতা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের মহাসড়কে দেশ এবং উন্নয়নের ধারাবাহিকতা লক্ষ্যে কনসার্টের আয়োজন করা হয়েছে। উন্নয়ন কনসার্টে বরেণ্য শিল্পীদের ও স্থানীয় পর্যায়ের বিশিষ্ট শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান, সঙ্গীত, আকর্ষণীয় লেজার শো এবং ফায়ার ওয়ার্কস ও লেজার শো এর আয়োজন করা হয়েছে। উন্নয়ন কনসার্ট অনুষ্ঠানে উপস্থাপক থাকবেন বিশিষ্ট উপস্থাপক শাফায়াত মাহমুদ ফুয়াদ, অভিনেত্রী তানিয়া হোসেন। উন্নয়ন কনসার্টের মিডিয়া পার্টনার দেশটিভির মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে। এছাড়া স্থানীয় ক্যাবল টিভি এবং ফেইসবুকের মাধ্যমে সম্প্রচার করা হবে।
অনুষ্ঠানের সফলতায় স্থানীয় সংসদ সদস্য আকম বাহাউদ্দিন বাহার, জেলা প্রশাসক মো: আবুল ফজল মীর এবং পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন বলে জানা যায়। অনুষ্ঠানে নির্ধারিত ২ হাজার অতিথির আসন ব্যবস্থাসহ সাধারণ দশকদের জন্য উন্মুক্ত রাখার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
বাসস/সংবাদদাতা/২০১৭/মরপা