বাসস ক্রীড়া-১৩ : রুটের টস রেকর্ড

321

বাসস ক্রীড়া-১৩
ক্রিকেট-রুট
রুটের টস রেকর্ড
লন্ডন, ৭ সেপ্টেম্বর ২০১৮ (বাসস) : ভারতের বিপক্ষে চলমান টেস্ট সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচে টস ভাগ্যে জয় পান ইংল্যান্ডের অধিনায়ক জো রুট। এ জয়ের মধ্য দিয়ে পাঁচ টেস্ট সিরিজের সবগুলোতেই টস জিতেন তিনি। এতেই রেকর্ড বইয়ে নিজের নাম তুলেন রুট। সর্বশেষ ২০ বছরের ইতিহাসে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে সবগুলোতে টস জয় করে রেকর্ড বইয়ে নাম তুললেন রুট। সর্বশেষ ১৯৯৮-৯৯ সালে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজের সবগুলোতে টস জিতেছিলেন অস্ট্রেলিয়ার মার্ক টেইলর।
এ ছাড়া রুট হলেন প্রথম ও বিশ্বের মধ্যে তৃতীয় অধিনায়ক যে কি-না ভারতের বিপক্ষে সবগুলো ম্যাচেই টস জিতেন। ওয়েস্ট ইন্ডিজের জন গোর্ডাড (১৯৪৮-৪৯) ও ক্লাইভ লয়েড (১৯৮২-৮৩) ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে সবগুলো ম্যাচেই টস জিতেছিলেন।
লন্ডনে সিরিজের পঞ্চম ও শেষ টেস্টেও টস ভাগ্যে হেরে হতাশায় রসিকতা করেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। তিনি বলেন, ‘আমার মনে হয় কয়েনের দু’পাশেই হেড থাকা প্রয়োজন ছিলো। টস জয়ের এটিই ছিলো একমাত্র উপায়।’
বাসস/এএমটি/২০০০/-স্বব