বাসস ক্রীড়া-১২ : নতুন করে হাঁটুর ইনজুরির খবর উড়িয়ে দিলেন ভিদাল

288

বাসস ক্রীড়া-১২
ফুটবল-ভিদাল-ইনজুরি
নতুন করে হাঁটুর ইনজুরির খবর উড়িয়ে দিলেন ভিদাল
মাদ্রিদ, ৭ সেপ্টেম্বর ২০১৮ (বাসস) : চলতি সপ্তাহে চিলি জাতীয় দলের হয়ে অনুশীলনের সময় নতুন করে হাঁটুর ইনজুরিতে পড়ার খবর প্রত্যাখ্যান করেছেন চিলির মিডফিল্ডার আরতুরো ভিদাল।
বার্সেলোনার এই ফুটবল তারকা গত বুধবার জাপানে অনুশীলন করার সময় ব্যথা অনুভব করেন বলে গণমাধ্যমের রিপোর্টে বলা হয়েছে। এ জন্য তিনি মাঠ ছাড়তে বাধ্য হন বলেও রিপোর্টে উল্লেখ করা হয়।
এতেই গুজব উঠে যে, গত এপ্রিলে অস্ত্রোপাচার করানো হাঁটুতেই ফের চোট পেয়েছেন ভিদাল। যে কারণে কয়েক সপ্তাহ তার মাঠের বাইরে কাটাতে হবে বলে খবর প্রকাশিত হয়। তবে ৩১ বছর বয়সি এই ফুটবল তারকা নিজেকে সম্পূর্ণ সুস্থ বলে দাবি করেছেন।
চিলির গণমাধ্যমকে তিনি বলেন, ‘আমি আমার ইনজুরির বিষয়ে অনেক কিছুই শুনছি। কিন্তু এসব খবর সম্পূর্ণ মিথ্যা। আমি কোন চোট পাইনি।
দীর্ঘ ভ্রমণের কারণে আমি ক্লান্ত ছিলাম বিধায় বিশ্রামের জন্য আমি অনুশীলনে অংশ নিতে পারিনি। তবে আমি নিয়মিত জিম করেছি। সেই সঙ্গে অন্য সবকিছুই আমি স্বাভাবিকভাবেই করছি। ২৪ ঘন্টা ভ্রমণের পর অনুশীলন করা সহজ কাজ নয়। তবে সবকিছুই ঠিক আছে।’
বাসস/ওয়েবসাইট/এমএইচসি/২০০০/-স্বব