বাসস দেশ-২৯ : ৩৫টি ক্যাটাগরিতে বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ডে পুরস্কৃত হলো ৭৬টি প্রকল্প

325

বাসস দেশ-২৯
বেসিস-পুরস্কার-জব্বার
৩৫টি ক্যাটাগরিতে বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ডে পুরস্কৃত হলো ৭৬টি প্রকল্প
ঢাকা, ৬ সেপ্টেম্বর ২০১৮ (বাসস) : ৩৫টি ক্যাটাগরিতে বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ডে পুরস্কৃত হলো ৭৬টি প্রকল্প।
আজ বেসিসের উদ্যোগে ২য় বারের মতো বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ডস দেয়া হলো। বাংলাদেশের সবচেয়ে বড় আইসিটি অ্যাওয়ার্ড বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ডে এবার ৩৫টি ক্যাটাগরিতে ৭৬টি পুরস্কার দেয়া হয়।
কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট, বাংলাদেশ (আইডিইবি)-এর মুক্তিযোদ্ধা হলে আয়োজিত এ পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও সম্মানিত অতিথি ছিলেন ডাক ও টেলিযোগাযোগ অধিদপ্তরের সচিব শ্যাম সুন্দর শিকদার এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব জুয়েনা আজিজ।
এতে সভাপতিত্ব করেন বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবীর। স্বাগত বক্তব্য রাখেন ‘বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ডস ২০১৮’ -এর আহ্বায়ক ও বেসিস পরিচালক দিদারুল আলম ।
মোস্তাফা জব্বার বলেন,বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় দল এবার চীনে অ্যাপিকটা অ্যাওয়ার্ডসে অংশ নিতে যাচ্ছে। আমাদের দেশকে এ প্রতিযোগিতা নতুন উচ্চতায় নিয়ে যাবে।
বাসস/সবি/এমএআর/২০০৮/-শহক