আর্মেনিয়ায় সরকার বিরোধী বিক্ষোভকারী আটক

346

ইয়েরেভান, ১৯ এপ্রিল, ২০১৮ (বাসস ডেস্ক) : আর্মেনিয়ার রাজধানী ইয়েরেভান থেকে পুলিশ বৃহস্পতিবার সরকার বিরোধী বেশ কয়েকজন বিক্ষোভকারীকে আটক করেছে। সাবেক প্রেসিডেন্ট সার্জ সারকিসিয়ানরের প্রধানমন্ত্রী নির্বাচনে প্রার্থীতার বিরুদ্ধে গত সাতদিন ধরে তারা বিক্ষোভ করছে।
বিরোধী দলীয় এমপি নিকোল পাশিনইয়ানের নেতৃত্বে কয়েকশ’ বিক্ষোভকারী ইয়েরেভানের সরকারি সদরদপ্তরের প্রবেশপথ অবরোধের চেষ্টা চালায়। দাঙ্গা পুলিশ বেশ কয়েকজনকে আটক করে স্থানীয় থানায় নিয়ে যায়।
খবর এএফপি’র।
বিক্ষোভকারীরা সম্প্রতি কিছুদিন ধরেই রাকিসিয়ানের প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় থাকার প্রচেষ্টার বিরোধিতা করে বিক্ষোভ করছিল।
সংবিধান সংশোধনের ফলে সরকারের নতুন পার্লামেন্টারি পদ্ধতির আওতায় তিনি প্রধানমন্ত্রী পদে প্রার্থী হওয়ার সুযোগ পাচ্ছেন।
বিতর্কিত সংশোধনটি ২০১৫ সালে অনুমোদন দেয়া হয়। এর আওতায় প্রেসিডেন্টের কাছ থেকে শাসন ক্ষমতা প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করা হয়।