বাসস দেশ-২০ : চট্টগ্রামে দুই দিনব্যাপী আন্তর্জাতিক স্টিল কনফারেন্স শুরু

323

বাসস দেশ-২০
স্টিল কনফারেন্স-শুরু
চট্টগ্রামে দুই দিনব্যাপী আন্তর্জাতিক স্টিল কনফারেন্স শুরু
চট্টগ্রাম, ৫ সেপ্টেম্বর, ২০১৮ (বাসস) : চট্টগ্রামে দুই দিনব্যাপী আন্তর্জাতিক স্টিল কনফারেন্স শুরু হয়েছে ।
স্টিল ইউজারস ফেডারেশন অব ইন্ডিয়ার সহযোগিতায় মুম্বাইয়ের স্টিল গ্রুপ নগরীর হোটেল রেডিসন-ব্লু চিটাগাং বে ভিউতে এ কনফারেন্সের আয়োজন করে।
বুধবার সকাল পৌনে ১০টায় কনফারেন্সের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। এতে গেস্ট অব অনার ছিলেন পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান সুফি মোহাম্মদ মিজানুর রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিএসআরএম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. আমির আলী হোসাইন, নির্বাহী পরিচালক তপন সেনগুপ্ত, আরএসআরএমের ব্যবস্থাপনা পরিচালক মারজানুর রহমান, ইক্যুইটি প্রপার্টি ম্যানেজমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. কাজী আইনুল হক, পিএইচপি ফ্যামিলির পরিচালক আমির হোসেন সোহেল প্রমুখ।
যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, জার্মানি, চীন, জাপান, ভিয়েতনাম, রাশিয়া, বেলজিয়াম, অস্ট্রিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ভারত, বাংলাদেশসহ বিভিন্ন দেশের স্টিল খাতের প্রতিনিধিরা এই সম্মেলন অংশ নেন।
কনফারেন্সে বিভিন্ন দেশের যন্ত্রপাতি সরবরাহকারী, পরামর্শক, উৎপাদক, ব্যবহারকারী ও অর্থলগ্নিকারী প্রতিষ্ঠানের স্টল দেওয়া হয়েছে। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন স্মিতা চৌধুরী।
দুই দিনব্যাপী অনুষ্ঠানমালায় থাকছেÑ লোহা ও স্টিলের বিশ্ববাজার পরিস্থিতি, সর্বশেষ প্রযুক্তি, বর্তমান ও ভবিষ্যতের চ্যালেঞ্জ, সমাধান, স্ক্র্যাপ হ্যান্ডলিং ও রিসাইক্লিং, মার্কেট ট্রেন্ড, ঝুঁকি ইত্যাদি বিষয়ে আলোচনাপর্ব।
বাসস/ডিবি/এমএমবি/১৯৪৫/শহক