বাসস বিদেশ-১১ : ফিলিপাইনে প্রেসিডেন্ট দুতার্তের মাদক তালিকাভুক্ত মেয়র নিজ অফিসে খুন

339

বাসস বিদেশ-১১
ফিলিপাইন-মেয়র-নিহত
ফিলিপাইনে প্রেসিডেন্ট দুতার্তের মাদক তালিকাভুক্ত মেয়র নিজ অফিসে খুন
ম্যানিলা, ৫ সেপ্টেম্বর, ২০১৮ (বাসস ডেস্ক) : ফিলিপাইনে প্রেসিডেন্ট দুতার্তের মাদক তালিকাভুক্ত মেয়র নিজ অফিসে খুন হয়েছেন।
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলের শহর রন্ডার মেয়র ম্যারিয়ানো ব্লাঙ্কোকে (৫৯) বুধবার সন্ত্রাসীরা গুলি করে হত্যা করে।
নিহত মেয়র দেশটির প্রেসিডেন্ট দুতার্তের মাদক ব্যবসায় সম্পৃক্তদের তালিকাভুক্ত ছিলো।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে স্থানীয় সিনিয়র পুলিশ পরিদর্শক জয়ার পালকন জানান, ‘গত মধ্যরাতে চারজন যুবক সাদা ভ্যানে করে এসে মেয়র ম্যারিয়ানোকে গুলি করে পালিয়ে যায়। এ সময়ে মেয়র অফিসেই ঘুমুচ্ছিলেন। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তবে হত্যার উদ্দেশ্য সম্পর্কে পুলিশ তাৎক্ষণিকভাবে কিছু বলতে পারেন নি।
তবে ফিলিপাইন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ এজেন্সির উদ্ধৃতি দিয়ে পুলিশ কর্মকর্তা বলেন, ‘নিহত মেয়রের নাম প্রেসিডেন্টের মাদক ব্যবসায় সম্পৃক্তদের তালিকায় ছিল।’
বাসস/কেকে/অনুবাদ/১৬৫০/জুনা