বাসস দেশ-১৪ : দুই কর্মকর্তাকে চুক্তি ভিত্তিক নিয়োগ

314

বাসস দেশ-১৪
সাইদুল হক-নিয়োগ
দুই কর্মকর্তাকে চুক্তি ভিত্তিক নিয়োগ
ঢাকা, ৫ সেপ্টেম্বর, ২০১৮ (বাসস) : বিসিএস (সড়ক ও জনপথ) ক্যাডারের অবসরপ্রাপ্ত অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সাইদুল হককে ঢাকা মাস র‌্যাপিড ট্রানজিট ডেভলপমেন্ট প্রজেক্টের (লাইন-১) প্রকল্প পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়েছে।
আজ জনপ্রশাসন মস্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
এতে বলা হয়, সাইদুল হকের নিয়োগের মেয়াদ ১৮ আগস্ট ২০১৮ থেকে ৩০ জুন ২০২২ (৩ বছর ১০ মাস ১১ দিন)। তাকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্ত প্রদান করা হয়েছে। এছাড়া নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে। জনপ্রশাসন মন্ত্রণালয় আজ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
আজ অপর এক প্রজ্ঞাপনে অবসর-উত্তর ছুটি ভোগরত কর্মকর্তা মো. আব্দুল ওয়ারেছকে তার অভোগকৃত অবসর-উত্তর ছুটি বাতিলের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী দু’বছর মেয়াদে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের কোর্ট অফিসার পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হয়েছে বলে জানানো হয়েছে।
তার এ নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে।
বাসস/সবি/জেডআরএম/১৮৪৫/এইচএন