জয়পুরহাটে শিশু খাদ্য আইন ও বিধিমালা বিষয়ক অবহিতকরণ সভা

348

জয়পুরহাট, ১৯ এপ্রিল, ২০১৮ (বাসস) : মাতৃদুগ্ধ বিকল্প, শিশু খাদ্য, বাণিজ্যিকভাবে প্রস্তুত ও ব্যবহার বিষয়ক আইন ও বিধিমালা বিষয়ক দিনব্যাপী অবহিতকরণ সভা আজ বৃহস্পতিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ বেস্টফ্রিডিং ফাউন্ডেশন এ অবহিতকরণ সভার আয়োজন করে। সিভিল সার্জন ডা. হাবিবুল আহসান তালুকদার সভায় সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. মোকাম্মেল হক। অবহিতকরণ সভায় শিশুদের মাতৃদুগ্ধ পান বিষয়ক মূল বিষয় উপস্থাপনা করেন শিশু বিশেষজ্ঞ ডা. মনিরুজ্জামান মানিক।
আলোচনা করেন অতিরিক্ত পুলিশ সুপার বেলায়েত হোসেন, জেলা আধুনিক হাসপাতালের কনসালটেন্ট সার্জন ডা. মফিউর রহমান, জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি মোস্তাকিম ফাররোখ, সাংবাদিক শাহাদুল ইসলাম সাজু, বাংলাদেশ ব্রেস্ট ফ্রিডিং ফাউন্ডেশনের রাজশাহী বিভাগীয় প্রতিনিধি শাদিক, জেলা এনজিও সমন্বয় কমিটির সদস্য সচিব অপূর্ব সরকার, চেম্বার অব কমার্সের পরিচালক এম এ করিম প্রমুখ। অবহিতকরণ সভায় মাতৃদুগ্ধ বিকল্প, শিশু খাদ্য, বাণিজ্যিক ভাবে প্রস্তুত ও ব্যবহার বিষয়ক আইন-২০১৩ ও বিধিমালা-২০১৭ তুলে ধরা হয়।