বাসস বিদেশ-১ : জাপানে ভূমিকম্প

193

বাসস বিদেশ-১
ভূমিকম্প-জাপান
জাপানে ভূমিকম্প
টোকিও, ৫ সেপ্টেম্বর, ২০১৮ (বাসস ডেস্ক) : জাপানের রাজধানী টোকিও’র উত্তরে উপকূলীয় ইবারকি অঞ্চলে বুধবার সকালে একটি ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৬। আবহাওয়া সংস্থা একথা জানিয়েছে। খবর সিনহুয়ার।
জাপানের আবহাওয়া সংস্থা (জেএমএ) জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ৩৬.৫ ডিগ্রী উত্তর অক্ষাংশ এবং ১৪১ ডিগ্রী পূর্ব দ্রাঘিমাংশে ভূ-পৃষ্ঠের ৬০ কিলোমিটার গভীরে।
সংস্থাটি আরো জানায়, এতে সুনামির কোন সতর্কতা জারি করা হয়নি।
স্থানীয় কর্তৃপক্ষ জানায়, ভূমিকম্পের ফলে তাৎক্ষনিকভাবে ক্ষয়ক্ষতির কোন খবর পাওয়া যায়নি।
বাসস/এএএ/১১৩০/এমএজেড