বাসস ক্রীড়া-১৫ : ছেলেরা সঠিক সময়েই গোল করেছে : জেমি ডে

639

বাসস ক্রীড়া-১৫
ফুটবল-সাফ-বাংলাদেশ
ছেলেরা সঠিক সময়েই গোল করেছে : জেমি ডে
ঢাকা, ৪ সেপ্টেম্বর ২০১৮ (বাসস) : ভুটানের বিপক্ষে বাংলাদেশ সঠিক সময়েই গোল করেছে বলে মন্তব্য করেছেন কোচ জেমি ডে। আজ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত সাফ সুজুকি কাপের গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ভুটানকে ২-০ গোলে হারিয়ে পুর্ন তিন পয়েন্ট লাভ করেছে স্বাগতিকরা।
ম্যাচ জয়ের পর প্রতিক্রিয়ায় স্বাগতিক দলের ব্রিটিশ এই কোচ বলেন, ‘ছেলেরা অনেক পরিশ্রম করেছে। ভালো খেলেছে। সঠিক সময়ে গোল করেছে। আমরা এই ম্যাচটি জিততে চেয়েছি, জিতেছি। পরবর্তী দুই ম্যাচ ভিন্ন দুই প্রতিপক্ষের বিপক্ষে। ম্যাচ বাই ম্যাচ ভালো খেলে এগুতে চাই আমরা। এই ম্যাচে যে ত্রুটি ও অভাব ছিল সেগুলো পরবর্তী ম্যাচে পুষিয়ে নেয়ার চেষ্টা করব।’
এ সময় স্টেডিয়ামে দর্শক উপস্থিতি প্রসঙ্গে বাংলাদেশ দলের কোচ বলেন, ‘দর্শক উপস্থিতি ছিল অসাধারণ। (নীলফামারীতে) শ্রীলংকার বিপক্ষের প্রীতি ম্যাচেও প্রচুর দর্শক ছিল। তবে সেখানে আমরা জয় পাইনি। আজকের ম্যাচেও অনেক দর্শক ছিল। আজ জয় পেয়েছি। বাংলাদেশের দর্শকরা সত্যিই অসাধারণ।’
এ সময় স্বাগতিক দলের মিডফিল্ডার মাসুক মিয়া জনি বলেন, কোচ ভুটানের বিপক্ষে স্বাভাবিক খেলাটা খেলতে বলেছেন। টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকেও কোনো চাপ ছিল না। তবে আমরা ভুটানের বিপক্ষে জেতার জন্যই খেলেছি। তাদের কাছে হেরে ১৭ মাস আমরা আন্তর্জাতিক ফুটবল খেলতে পারিনি। তাই ভেতরে ভেতরে তাদের হারানোর একটা জেদ সবার মধ্যেই ছিল। সেটা কাজে লাগিয়ে আমরা জয় তুলে নিয়েছি। দর্শকদের ধন্যবাদ দিব। তারা খুব ভালো সমর্থন দিয়েছে আমাদের। আমরা ম্যাচ বাই ম্যাচ ভালো খেলে এগিয়ে যেতে চাই।
ভুটানের কোচ ট্রেভর জেমস মর্গান বলেন, আমাদের ভাগ্য খারাপ ছিল। ম্যাচের দুই অর্ধে শুরুতেই গোল হজম করেছি। এরপর চেষ্টা করেও আমরা গোল পাইনি। যদিও অনেকগুলো সুযোগ তৈরি করেছি। কিন্তু সেগুলো কাজে লাগাতে পারিনি। আমরা আমাদের গেম প্লান ঠিকমতো কাজে লাগাতে পারিনি। বাংলাদেশ ভালো খেলেছে। তাদের দর্শকরা অনেক সমর্থন দিয়েছে। মূলত শুরুতেই গোল হজম করে আমরা পিছিয়ে পড়ি। প্রথমে পিছিয়ে পড়ে সেখান থেকে ফিরে আসাটা কঠিন।’
বাসস/এএসজি/এমএইচসি/২২২০/স্বব