রাসায়নিক অস্ত্র বিশেষজ্ঞদের নিরাপত্তা বিষয়ে সিরিয়া ও রাশিয়ার সাথে জাতিসংঘের আলোচনা

375

জাতিসংঘ (যুক্তরাষ্ট্র), ১৯ এপ্রিল, ২০১৮ (বাসস ডেস্ক): জাতিসংঘের একটি দল কথিত রাসায়নিক হামলা তদন্তে দৌমায় বিশেষজ্ঞদের দ্রুত কাজ করার সুযোগ দেয়ার ব্যাপারে সিরিয়া ও রাশিয়ার সাথে নিরাপত্তা ইস্যু নিয়ে আলোচনা করছে। বুধবার জাতিসংঘ নিরাপত্তা কর্মকর্তারা একথা জানান। খবর এএফপি’র।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদ দল মঙ্গলবার রাসায়নিক হামলা স্থল পরিদর্শনকালে বন্দুক হামলার শিকার হওয়ার পর সিরিয়ার দৌমা শহরে রাসায়নিক অস্ত্র বিরোধী সংস্থার (ওপিসিডব্লিউ) তদন্তের কাজ বন্ধ হয়ে যায়।
এএফপি’র হাতে আসা নিরাপত্তা পরিষদের কাছে পাঠানো এক প্রতিবেদনে বলা হয়, জাতিসংঘ নিরাপত্তা বিভাগ জানিয়েছে যে এ তদন্ত দলকে ‘যতদ্রুত সম্ভব’ কাজের সুযোগ করে দেয়ার ব্যবস্থা করা হবে বলে তারা আশা করছেন।
নিরাপত্তা পরিষদের সদস্যদের কাছে পাঠানো ওই প্রতিবেদনে বলা হয়, দামেস্কে ইউএনডিএসএস দৌমার যেসব স্থানে রাসায়নিক হামলা হয়েছে সেসব স্থানের নিরাপত্তা কিভাবে আরো বাড়ানো যায় সে ব্যাপারে সিরিয়া ও রাশিয়ার সামরিক পুলিশের প্রতিনিধিদের সঙ্গে জোরালো আলোচনা চালিয়ে যাচ্ছে।