উ.কোরিয়ায় আটক জাপানী নাগরিকদের দেশে পিরিয়ে আনতে সহযোগিতার অঙ্গীকার ট্রাম্পের

319

পাম বিচ (যুক্তরাষ্ট্র), ১৯ এপ্রিল, ২০১৮ (বাসস ডেস্ক) : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার বলেছেন, তিনি ১৯৭০ ও ১৯৮০’র দশকে অপহৃত হওয়া জাপানী নাগরিকদের উত্তর কোরিয়া থেকে দেশে ফিরিয়ে আনতে টোকিওকে আন্তরিকভাবে সাহায্য করবেন।
এক সংবাদ সম্মেরনে ট্রাম্প বলেন, ‘আমরা এই ইস্যুতে আন্তরিকভাবে কাজ করে যাব এবং জাপানী নাগরিকদের তাদের দেশে ফিরিয়ে আনতে অনেক চেষ্টা করব।’ এ সময় জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে তার পাশে বসা ছিলেন।
ইস্যুটিকে নিয়ে জাপান ও উত্তর কোরিয়ার মধ্যে সম্পর্কের টানাপোড়েন চলছে। জাপানী নাগরিকদের অপহরণের বিষয়টি স্মরণ করতে অ্যাবে প্রায়ই নীল ফিতে পরিধান করেন।
চলতি সপ্তাহের গোড়ার দিকে যুক্তরাষ্ট্রের উদ্দেশে যাত্রা শুরুর প্রাক্কালে জাপানী প্রধানমন্ত্রী বলেন, এই সফরে অপহরণের বিষয়টির ওপর সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া হবে।
বুধবারের সংবাদ সম্মেলনে তিনি এ ব্যাপারে জোরালো সমর্থন দেয়ায় ট্রাম্পকে আন্তরিক ধন্যবাদ জানান।
জাপান সরকার আনুষ্ঠানিকভাবে অপহৃত ১৭ জনের তালিকা করেছে।