বঙ্গবন্ধু তাঁর জীবন বাংলাদেশের জন্য উৎসর্গ করেছেন : গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী

1146

ঢাকা, ৩ সেপ্টেম্বর, ২০১৮ (বাসস) : গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাঁর জীবন বাংলাদেশের জন্য উৎসর্গ করেছেন।
তিনি (বঙ্গবন্ধু) ১৪ বছর জেলে কাটিয়েছেন উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো না। তিনি কখনো ভাবেননি বাংলার মানুষ তাঁকে হত্যা করবে’।
ইঞ্জিনিয়ার মোশাররফ আজ রাজধানীর রাজউক ভবনে ‘মৃত্যুঞ্জয়ী বঙ্গবন্ধু’ শীর্ষক চিত্রকর্ম ও আলোকচিত্র প্রদর্শনীর শেষদিনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ এ অনুষ্ঠানের আয়োজন করে।
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী স্মারকে স্বাক্ষর করে চিত্রকর্ম প্রদর্শনীর সমাপনী ঘোষণা করেন।
রাজউকের চেয়ারম্যান মোঃ আব্দুর রহমান, পর্ষদ সদস্যবৃন্দ, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং দর্শনার্থীরা সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
মন্ত্রী ১৫ আগস্টের ইতিহাসের কলঙ্কময় হত্যাকান্ডের সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে বলেন, ‘১৫ আগষ্ট আসলে আমরা আবেগতাড়িত হয়ে পড়ি’।