বাসস দেশ-২৭ : স্পিকারের সাথে আইএফপিআরআই এর বাংলাদেশ প্রতিনিধির সাক্ষাৎ

336

বাসস দেশ-২৭
স্পিকার- সাক্ষাত
স্পিকারের সাথে আইএফপিআরআই এর বাংলাদেশ প্রতিনিধির সাক্ষাৎ
ঢাকা, ৩ সেপ্টেম্বর ২০১৮ (বাসস) : স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি’র সাথে ইন্টারন্যাশনাল ফুড পলিসি রিসার্চ ইনস্টিটিউট (আইএফপিআরআই) এর বাংলাদেশ প্রতিনিধি আখতার আহমেদ আজ তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেছেন।
আখতার আহমেদ আগামি ২৮ থেকে ৩০ নভেম্বর থাইল্যান্ডের ব্যাংককে আইএফপিআরআই এবং এফএও এর যৌথ উদ্যোগে “অ্যাক্সিলারেটিং দ্যা এন্ড অব হাঙ্গার এন্ড ম্যালনিউট্রিশন” শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনটি অনুষ্ঠিত হবে বলে স্পিকারকে অবহিত করেন। এ সময় তিনি ড. শিরীন শারমিন চৌধুরীকে অন্যতম ‘প্রধান বক্তা’ হিসেবে সম্মেলনে অংশ নেয়ার আমন্ত্রণ জানান।
স্পিকার এ ধরনের সম্মেলন আয়োজনের উদ্যোগের প্রশংসা করেন। তিনি বলেন, এ সম্মেলনের মাধ্যমে ক্ষুধা ও অপুষ্টি নির্মূলের জন্য কার্যকরী পদক্ষেপ গ্রহণের উপর শিক্ষা পাওয়া যাবে।
এ সময় তিনি সম্মেলনে যোগদান করবেন বলে আইএফপিআরআই এর বাংলাদেশ প্রতিনিধিকে আশ্বস্ত করেন।
সাক্ষাতের সময় আইএফপিআরআই এর সিনিয়র জনসংযোগ কর্মকর্তা মোঃ শফিউল করিম উপস্থিত ছিলেন।
বাসস/সবি/এমআর/১৯৪৩/-কেএমকে