বাসস দেশ-২৬ : পানি ব্যবস্থাপনা ও যোগাযোগ প্রকল্পে বিনিয়োগে আগ্রহী এআইআইবি

339

বাসস দেশ-২৬
এআইআইবি-প্রকল্প-সফর
পানি ব্যবস্থাপনা ও যোগাযোগ প্রকল্পে বিনিয়োগে আগ্রহী এআইআইবি
ঢাকা, ৩ সেপ্টেম্বর, ২০১৮ (বাসস) : এশিয়ান ইনফ্রাস্টাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক (এআইআইবি) বাংলাদেশকে একটি উন্নত দেশে পরিণত করার লক্ষ্যে এখানকার পানি ব্যবস্থাপনা ও যোগাযোগ প্রকল্পসমূহে বিনিয়োগ করতে আগ্রহী।
বাংলাদেশ সফররত এআইআইবি’র মুখপাত্র লরেল ওস্টফিল্ড আজ ঢাকায় বাসসকে বলেন, ‘আমরা বাংলাদেশে বিনিয়োগ করতে চাই। আমরা পৌর পানি সরবরাহ ও যোগাযোগ খাতের উন্নয়নে বিনিয়োগে আগ্রহী।’
এআইআইবি’র বোর্ড অব ডাইরেক্টর্সের সদস্যগণ ও এর মুখপাত্র লরেল ওস্টফিল্ড বিপণন ব্যবস্থার উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্পে এআইআইবি’র বিনিয়োগে উপকার ভোগীদের সঙ্গে সাক্ষাতের লক্ষ্যে সাভার সফর করেছেন।
তারা প্রকল্প এলাকার অগ্রগতি মূল্যায়ন করেন এবং ওই অঞ্চলের কমিউনিটি সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন।
লরেল ওস্টফিল্ড বলেন, ‘স্থানীয় বিনিয়োগ পরিস্থিতি এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি বজায় রাখতে ও পরিপূর্ণ সম্ভাবনায় পৌঁছাতে বাংলাদেশের প্রয়োজনের বিষয়ে আরো জানতে আমাদের বোর্ড এখানে এসেছে।’
প্রতিনিধি দলটি তাদের সফলকালে বিদ্যুৎ প্রতিমন্ত্রী, ব্যবসায়ী ব্যক্তিত্ব, প্রধান প্রধান উন্নয়ন অংশীদার ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবে। প্রতিনিধিদলের সদস্যরা এফবিসিসিআই ও বিজিএমইএ নেতৃবৃন্দের সঙ্গেও বৈঠক করবেন।
এআইআইবি বাংলাদেশ ভোলা আইপিপি এবং প্রাকৃতিক গ্যাস অবকাঠামো ও দক্ষতা উন্নয়ন প্রকল্পে তাদের অর্থায়ন নিশ্চিত করেছে।
বাসস/এএসজি/অনু-জেহক/১৯৪১/মমআ/-কেএমকে